২৭ জুলাই, ২০২১ ১৫:৪৮

ভারী বর্ষণ-ভূমিধসে মহারাষ্ট্রে প্রাণহানি বেড়ে ১৯২

অনলাইন ডেস্ক

ভারী বর্ষণ-ভূমিধসে মহারাষ্ট্রে প্রাণহানি বেড়ে ১৯২

আজ আরও ২৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে

ভারতের মহারাষ্ট্রে ভারী বর্ষণ ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৯২ জনে দাঁড়িয়েছে। এখনো শতাধিক মানুষ  নিখোঁজ রয়েছেন। এদিকে আগামী তিন দিনও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে দেশটি আবহাওয়া অফিস জানিয়েছে। ফলে অবস্থার অবনতি ঘটার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, আজ আরও ২৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ১৯২ জন হলো।

গত ২২ জুলাই থেকে ভারী বৃষ্টি শুরু হয় মহারাষ্ট্রে। তাতে মুম্বাইসহ একাধিক এলাকা পানির নিচে। গত ৪০ বছরে জুলাই মাসে এই পরিমাণ বৃষ্টি মহারাষ্ট্রে হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

রাজ্য সরকার জানিয়েছে, কোঙ্কন ও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বেশ কয়েক দিন ধরে ভারী বর্ষণে বন্যা ও ভূমিধস হয়েছে। এ পর্যন্ত দুইল লাখ ২৯ হাজার মানুষকে বন্যাবিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বন্যা ও ভূমিধসে আহত হয়েছেন অন্তত ৪৮ জন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর