২৭ জুলাই, ২০২১ ২০:৫৩

এক বছর পর হটলাইন চালু করলো দুই কোরিয়া

অনলাইন ডেস্ক

এক বছর পর হটলাইন চালু করলো দুই কোরিয়া

উত্তর ও দক্ষিণ কোরিয়া প্রায় এক বছর পর নিজেদের মধ্যে হটলাইন চালু করলো। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, উভয় দেশ আস্থা পুনর্নির্মাণ ও সম্পর্কের উন্নয়নে সম্মত হয়েছে। গত এপ্রিল থেকেই দুই দেশের প্রেসিডেন্ট ব্যক্তিগত চিঠি আদান-প্রদান করেছেন।

উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, ‘শীর্ষ নেতাদের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, উত্তর ও দক্ষিণ কোরিয়া তাদের সব আন্তঃকোরীয় যোগাযোগ লিঁয়াজো লাইন ২৭ জুলাই সকাল ১০টা থেকে পুনরায় চালুর পদক্ষেপ নিয়েছে। শীর্ষ নেতারা পারস্পরিক আস্থা পুনরুদ্ধার এবং পুনর্মিলনকে উৎসাহিত করতে বড় পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর