২৭ জুলাই, ২০২১ ২১:১৯

এবার শত্রুর বিরুদ্ধে ‘অপ্রতিরোধ্য’ হামলার হুমকি পুতিনের

অনলাইন ডেস্ক

এবার শত্রুর বিরুদ্ধে ‘অপ্রতিরোধ্য’ হামলার হুমকি পুতিনের

ফাইল ছবি

জাতীয় স্বার্থ রক্ষায় শত্রুর বিরুদ্ধে অপ্রতিরোধ্য হামলা চালানোর জন্য রাশিয়ার নৌবাহিনী প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রাইমিয়ার সমুদ্রসীমার কাছে ব্রিটিশ যুদ্ধজাহাজের উপস্থিতির পরিপ্রেক্ষিতে গত রবিবার তিনি এই হুমকি দেন।

তিনি বলেন, আমাদের দেশ ও জাতীয় স্বার্থ রক্ষা নিশ্চিত করতে যা যা প্রয়োজন রুশ নৌবাহিনীর এখন এর সবকিছুই রয়েছে। পানির নীচে ও ওপরে যেকোনো কিছু, এমনকি আকাশেও শত্রু চিহ্নিত করা এবং প্রয়োজনে অপ্রতিরোধ্য হামলা করার সক্ষমতা আমাদের রয়েছে।

দু’দিন আগেরই এই হুমকির পর লন্ডন ও মস্কোর মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। যদিও দখলকৃত ক্রাইমিয়া উপদ্বীপের পাশে ব্রিটিশ যুদ্ধজাহাজ পাঠানোর কয়েক সপ্তাহ পর পুতিন এই প্রতিক্রিয়া জানান। উল্লেখ্য, জুন মাসে কৃষ্ণসাগরে রুশ ও ব্রিটিশ যুদ্ধজাহাজ বেশ কাছাকাছি চলে আসে।

সূত্র : ডয়চে ভেলে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর