একটি লটারির ড্রয়ে ১০ মিলিয়ন দিরহাম (২৩ কোটি টাকার বেশি) জিতেছেন আবুধাবি প্রবাসী এক ভারতীয়। গতকাল শুক্রবার রেঞ্জিথ ভেনুগোপালান নামের ওই ব্যক্তি ‘বিগ টিকিট’ জেতেন। খবর গালফ নিউজ ও খালিজ টাইমস এর।
লটারিতে ১০ মিলিয়ন দিরহাম জিতে উচ্ছ্বসিত ভেনুগোপালন জানান, এ নিয়ে তিনি দ্বিতীয় বার টিকিট কিনেছিলেন, তাই বিশ্বাস করতে পারছেন না।
ভেনু আরও জানান, পরিবারে তার পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে। তার প্রথম পরিকল্পনা, পুরস্কারের টাকা মেয়ের পড়াশোনার পেছনে ব্যয় করবেন। এ ছাড়া কেরালায় একটি বাড়িও তৈরি করার কথাও জানান।
এদিকে, বিগ টিকিট ২০২২ সালের জানুয়ারিতে ২৩৫ সিরিজের জন্য ২৫ মিলিয়ন দিরহাম পুরস্কারের লটারি ড্র করবে। এ ছাড়া চলতি বছরের ডিসেম্বর মাসে প্রতি সপ্তাহে ১ মিলিয়ন পুরস্কারের লটারিও থাকবে।
বিডি-প্রতিদিন/শফিক