পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবার কাঠগড়ায় তুলেছেন দেশটির প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার রাজা সুলতানকে। তিনি বলেছেন, সিকান্দার তার দল তেহরিক-ই-ইনসাফ বিদ্বেষী। প্রধান নির্বাচন কমিশনারের অনেক সিদ্ধান্ত তার দলের বিপক্ষে গেছে।
ইমরান খান জানিয়েছেন, ২০১৮ সালে ক্ষমতায় আসার পর তার দল অনেক রকম সমস্যায় ভুগেছে। তার দাবি, সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফের জারি করা ন্যাশনাল রিকনসিলিয়াশন অর্ডিন্যান্স ওয়ানের (এনআরও) মতোও আরেকটা অডিন্যান্স জারি করছে বর্তমান ক্ষমতাসীনরা। যা দেশের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে।
তিনি বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ আসিফ জারদারি ও নওয়াজ শরীফকে এনআরও ওয়ান দিয়েছিলেন। এখন তারা দুজনে এনআরও টু দিচ্ছেন। কেউ পাকিস্তানের এই বিচার ব্যবস্থা মেনে নেবে না। এটা আমাদের দেশের জন্য ভয়ংকর।’
সূত্র: জিও নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল