ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা হবে আজ বৃহস্পতিবার। ভোট গোনা শেষে বিকেল নাগাদ এই ফল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তাই আজই জানা যাবে কে হচ্ছে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নাকি যশবন্ত সিনহা।
লোকসভা, রাজ্যসভা ও বিভিন্ন রাজ্যের এমপি, এমএলএসহ মোট চার হাজার ৮০৯ জন প্রতিনিধি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকেন।
যদিও জানা যাচ্ছে, ভোট গণনার প্রক্রিয়া এখন আনুষ্ঠানিকতা মাত্র। কারণ, এরইমধ্যে ৪৪ দলের সমর্থন পেয়ে এগিয়ে আছেন বিজেপির প্রার্থী সাবেক রাজ্যপাল দ্রৌপদী মুর্মু। আর যশবন্ত সিনহাকে সমর্থন দিয়েছে ৩৪টি রাজনৈতিক দল।
ভারতীয় সময় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ নাগাদ ভোটের ফল জানা যেতে পারে। প্রসঙ্গত, সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট নেওয়া হয়। ভোট পড়েছে ৯৮.৯ শতাংশ।
বিডি প্রতিদিন/নাজমুল