ইউক্রেনে হামলার পর মার্চে কোন কোন দেশ বন্ধু, আর কোন কোন দেশ বন্ধু নয়— তার একটি তালিকা প্রকাশ করে রাশিয়া।
তালিকা প্রকাশের সময় রুশ সরকারের পক্ষ থেকে বলা হয়—বন্ধু নয়, এমন রাষ্ট্রের প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা করবে সরকারের একটি কমিশন।
শুক্রবার ‘বন্ধু নয়’ এমন দেশের তালিকায় নতুন দেশ যুক্ত করেছে মস্কো। দেশটির স্বাধীন গণমাধ্যম দ্য মস্কো টাইমসের খবরে বলা হয়েছে, নতুন করে ইউরোপের আরও পাঁচ দেশকে ‘অবন্ধুসুলভ’ তালিকায় যুক্ত করেছে রাশিয়া। দেশগুলে হলো—গ্রিস, স্লোভানিয়া, ক্রোয়েশিয়া, স্লোভাকিয়া এবং ডেনমার্ক।
খবরে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া হামলা করার পর এই দেশগুলো ইউক্রেনের ওপর কড়া সমর্থন প্রকাশ করে।
রুশ সরকার সতর্ক করে বলেছে, বন্ধু দেশ নয় এমন দেশের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। রাশিয়ার প্রতি শত্রুতামূলক মনোভব পোষণ বা কর্মকাণ্ড করে সেটা বিবেচনায় নিয়ে মস্কো এই তালিকা করে।
বন্ধু নয় এমন দেশের তালিকা প্রকাশের পর রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক একটি নির্দেশনা দেয়। তাতে বলা হয়, এসব দেশের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে রাশিয়ার ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করতে হলে রাশিয়ার কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। রুবলে অর্থ পরিশোধ করতে হবে। এ জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো মুদ্রা দিয়ে রুবলের সমপরিমাণ অর্থ জমা করতে হবে। যেদিন পেমেন্ট হবে, সেদিন রুশ কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা বিনিময়ের যে দাম থাকবে, সেই দাম অনুসারে অর্থ পরিশোধ করতে হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল