তেহরিক-ই ইনসাফ পাকিস্তান (পিটিআই) পার্টির চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে তিনি আগামী জাতীয় নির্বাচনে যাবেন না। বৃহস্পতিবার লাহোরে এক প্রতিবাদ সমাবেশে ইমরান খান এই মন্তব্য করেন।
ইমরান খান বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীন তার দল সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবে না।
২০২৩ সালের অক্টোবরে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
প্রতিবাদ সমাবেশে পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেন, দেশের চার প্রদেশেই পিটিআইয়ের ভোট ব্যাংক আছে। কিন্তু বর্তমান নির্বাচন কমিশনের অধীন স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হওয়া অসম্ভব। এ সময় তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশনার সিকান্দার রাজা দাস্কাতে পুনরায় নির্বাচন করে পিটিআইকে পরাজিত করেছে।
জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে এপ্রিলে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান খান। এর পর থেকে আগাম নির্বাচনের দাবিতে বিভিন্ন স্থানে জনসভা করছেন তিনি। বর্তমান নির্বাচন কমিশনার সিকান্দার রাজার বিরুদ্ধে তিনি পক্ষাবলম্বনের অভিযোগ করছেন। সূত্র: এআরওয়াই নিউজ
বিডিপ্রতিদিন/কবিরুল