ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রুশ বাহিনী। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলে নিয়েছে রুশ সেনারা।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চলমানের কারণে ঝুঁকিতে ন্যাটো জোটের অন্যতম সদস্য রাষ্ট্র পোল্যান্ড। প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার হামলার সতর্কতার অংশ হিসেবে এবার পোল্যান্ড দক্ষিণ কোরিয়া থেকে যুদ্ধ বিমানসহ অত্যাধুনিক অস্ত্র কিনতে যাচ্ছে।
ইউক্রেন-রুশ যুদ্ধের কারণে নিজ সেনাবাহিনীকে শক্তিশালী করতে এই পদক্ষেপ নিয়েছে
পোল্যান্ড। চুক্তি অনুযায়ী প্রথম যুদ্ধ বিমানটি আগামী বছর পোল্যান্ডে সরবরাহ করবে দক্ষিণ কোরিয়া।
সাপ্তাহিক ম্যাগাজিন সিসিকে পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক বলেন, পোল্যান্ড ৪৮টি এফ-৫০ ফাইটার বিমান কিনবে। দক্ষিণ কোরিয়া থেকে ১৮০ কে২ ব্ল্যাক প্যান্থার ট্যাংক এবং হাউইটজার ক্রয় করবে। কয়েক ধাপে পাবে পোলিশ সরকার।
পোল্যান্ডের প্রতিরক্ষা ব্যয়কে তার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তিন শতাংশে বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। বাইরের যেকোনো আক্রমণ প্রতিহত করতে তার সেনা সদস্য দ্বিগুণ করার ঘোষণা দেয়া হয়েছে।
সূত্র: রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন