লিবিয়ার রাজধানী ত্রিপলিতে নিরাপত্তা বাহিনীর দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় কয়েকজন নিহত হয়েছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় জেলার র্যাডিসন ব্লু হোটেলের কাছে সংঘর্ষ হয়। ওই এলাকায় সরকারি ভবন, আন্তর্জাতিক এজেন্সি এবং বিদেশি দূতাবাস অবস্থিত এবং সামরিক গাড়ির টহল থাকে।
এর আগে বৃহস্পতিবার শহরের আইন জারা এলাকায় প্রেসিডেন্ট কাউন্সিলের নিরাপত্তা বাহিনী এবং বিশেষ প্রতিরোধক বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়।
ত্রিপলির বাসিন্দারা জানায়, ওই সংঘর্ষে এক ব্যক্তি ও এক শিশু নিহত হয়। অবশ্য স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পাঁচজন নিহত হন।
আল জাজিরার খবর অনুসারে, ২০১১ সালে কয়েক দশকের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়া দাঙ্গা-হাঙ্গামার মধ্যে রয়েছে। গত মার্চে পূর্ব তবরুক ভিত্তিক হাউস অব রিপ্রেজেন্টেটিভরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফাতহি বাসাগাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিলে সংকট শুর হয়। ত্রিপলিভিত্তিক জাতীয় ঐক্য সরকারের নেতা আব্দুল হামিদ দেবাইবা বলছেন, দেশের প্রকৃত কর্তৃত্ব তার। কারণ, তার নির্বাচিত সংসদ প্রতিনিধি রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, রাজনৈতিক স্থবিরতায় লিবিয়ায় নতুন করে সংঘাত শুরু হতে পারে।
বিডিপ্রতিদিন/কবিরুল