ইউক্রেনে অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ক্রমাগত গোলাবর্ষণের কারণে বিপুল পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছে জাতিসংঘ। এছাড়া সেখানে রাশিয়ান সামরিক সরঞ্জামের উপস্থিতি কেন্দ্রটির নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলেও জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক সংস্থা।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। অভিযানের শুরুর দিকেই জাপোরিজঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি দখল করে নেয় রুশ সোনারা। এরপর এটি বারবার আক্রমণের মুখে পড়েছে।
গত সপ্তাহে কেন্দ্রটিতে এক সফরের পর জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা তার প্রতিবেদন প্রকাশ করেছে।
যাতে একটি নিরাপত্তা ও সুরক্ষা অঞ্চল তৈরির আহ্বান জানানো হয়েছে।
তারা বলছে, জাপোরিজঝিয়ায় অবিলম্বে গোলাবর্ষণ বন্ধ করতে হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন।
তিনি বলেছেন, “পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সামরিক সরঞ্জামের উপস্থিতি সেখানে আমাদের কর্মীদের জন্য একটি চাপ এবং এর ফলে স্পষ্ট যে কেন্দ্রটি রাশিয়ার দখলে রয়েছে।” সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম