বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কারণ তার ডেলাওয়্যারের বাসভবনে বেশ কিছু সরকারি গোপন নথি পাওয়া গেছে। এ নিয়ে বাড়ছে বিতর্ক।
পাশাপাশি, মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বৃহস্পতিবার বিষয়টির তদন্ত করার জন্য একটি বিশেষ স্বাধীন কাউন্সেলের নাম দিয়েছেন। গারল্যান্ড একটি বিবৃতিতে বলেছেন, ট্রাম্পের নিযুক্ত করা মেরিল্যান্ডের প্রাক্তন অ্যাটর্নি রবার্ট হুর তদন্ত করবেন যে নথিগুলো বাইডেন অথবা তার দল ভুলভাবে ব্যবহার করেছে কি না।
হুর শিকাগো ফেডারেল প্রসিকিউটর জন লশের কাছ থেকে তদন্তের দায়িত্ব নেবেন। একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, “নিয়মের অধীনে, ব্যতিক্রমী পরিস্থিতিতে এই মামলার জন্য একটি বিশেষ কাউন্সেল নিয়োগের প্রয়োজন।”
গারল্যান্ড বলেন, তিনি হুরের ক্ষমতার উপর আস্থা রাখেন এবং তিনি ‘এই বিভাগের সর্বোচ্চ পরম্পরা অনুসারে একটি জরুরি বিষয়ে তার দায়িত্ব পালন করবেন।
নিয়োগের পর হুর একটি বিবৃতি দিয়ে বলেছেন যে, তিনি নিরপেক্ষভাবে বিষয়টি পরিচালনা এবং তদন্ত করবেন।
বাইডেনের আইনজীবীদের রাষ্ট্রপতির ব্যক্তিগত বাসভবনের গ্যারেজে দ্বিতীয় ব্যাচের নথি আবিষ্কৃত হওয়ার কথা ঘোষণা করার কয়েক ঘণ্টা পরে গারল্যান্ডের ঘোষণাটি এসেছে। তবে কখন অতিরিক্ত নথি আবিষ্কৃত হয়েছে তা স্পষ্ট নয়। সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, ইউএসএ টুডে, ফোর্বস, সিএনএন
বিডি প্রতিদিন/কালাম