পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বসতঘরে তাণ্ডবের ঘটনায় ৬ সেটলারকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। চলতি সপ্তাহের প্রথমদিকে ঘটা এই ঘটনাকে ইসরায়েলের একজন জেনারেল ‘সুসংগঠিত হত্যাসাধন ও লুন্ঠন’ (পোগরম) বলে অভিহিত করেছিলেন।
ফিলিস্তিনি গণমাধ্যমের খবরে বলা হয়, রড এবং পাথর নিয়ে ইসরায়েলি সেটলাররা তাণ্ডব চালায়। এতে একজন নিহত এবং ৩৯০ জন আহত হয়েছিলেন। কয়েক ডজন গাড়ি এবং বসতঘরে আগুনও দেওয়া হয়।
ইসরায়েলি পুলিশ বুধবার বলেছে, ‘সেটলারদের সহিংসতার ঘটনায় চলমান তদন্তে আরও গ্রেফতার হবে।’এর আগে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, সহিংসতার পর আটজন সেটলারকে গ্রেফতার করা হয়। পরে অবশ্য তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল