চলছে এক লুকোচুরি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধের ইতি টানতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপ করেছেন।
তবে রাশিয়া এই আলাপের বিষয়ে কথা বলছে কৌশলে। আজ সোমবারও ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার বিষয়ে পুতিন ও ট্রাম্পের ফোনালাপের বিষয়টি নিশ্চিতও কিংবা অস্বীকার করা সম্ভব নয়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ অভিযান শুরু হওয়ার পর থেকে দুই বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের মধ্যে প্রথম সরাসরি যোগাযোগকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। যেখানে ওয়াশিংটন এবং মস্কো উভয়ই আংশিক উত্তর এবং ইঙ্গিত দিয়েছে।
রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন, তিনি বিশ্বাস করেন যে যুক্তরাষ্ট্র অগ্রগতি করছে। তবে পুতিনের সাথে কোনও যোগাযোগের বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
২০ জানুয়ারি বা তার আগে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে পুতিনের সাথে তার কোনও কথোপকথন হয়েছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন: "আমি কথা বলেছি। শুধু বলি যে আমি কথা বলেছি...এবং আমি আরও অনেক কথোপকথন আশা করি। আমাদের সেই যুদ্ধের অবসান ঘটাতে হবে।"
ট্রাম্প বলেন, "যদি আমরা কথা বলি, তাহলে আমি কথোপকথন সম্পর্কে আপনাকে বলতে চাই না।"
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ, মস্কোতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় রবিবারের একটি বিবৃতি পুনরাবৃত্তি করেছিলেন, পুতিন-ট্রাম্প ফোনালাপ হয়েছে কিনাসে বিষয়ে তার ভাষ্য "আমি আর কিছুই বলতে পারি না। আমি এটি নিশ্চিত বা অস্বীকার করতে পারি না।"
রবিবার পেসকভ বলেছেন, "অনেক ভিন্ন যোগাযোগের সূত্রপাত হচ্ছে।"
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল