উত্তর আফগানিস্তানের একটি ব্যাংকের বাইরে আত্মঘাতী বোমা হামলায় তালেবান নিরাপত্তা বাহিনীর সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ শহরে একটি ব্যাংক থেকে বেতন সংগ্রহের জন্য অপেক্ষারত লোকদের লাইন লক্ষ্য করে চালানো এই হামলায় সাতজন আহত হয়েছেন।
কুন্দুজ প্রদেশের পুলিশের মুখপাত্র জুমাদিন খাকসার বলেছেন, "একজন আত্মঘাতী বোমা হামলাকারী, যার কাছে বিস্ফোরক ডিভাইস ছিল। সে নিজেকে বিস্ফোরিত করেছে।"
তিনি বলেন, নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক, সরকারি কর্মচারি এবং তালেবান নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন।
তিনি বলেছেন, "কুন্দুজ প্রদেশের পুলিশ কমান্ড ঘটনার অপরাধীদের খুঁজে বের করতে এবং তাদের বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলির সাথে কাজ করছে।"
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল