ভারতের মধ্যপ্রদেশের পর এবার রাজস্থানেও ঘটল একই ঘটনা। ১০ ফুট গভীর কুয়ার পড়ে মারা গেছে পাঁচ বছরের শিশু। আজ শুক্রবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিরোহী জেলার গ্রামে।
পুলিশ সূত্রে খবর, বাড়ির কাছেই একটি কুয়া রয়েছে। বাড়ির বাইরে খেলছিলো শিশুটি। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন তার বাবা-মা। প্রতিবেশীরাও খোঁজাখুঁজি করতে থাকেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। উদ্ধারকারী দলও নিয়ে আসা হয়। সন্দেহের বশে কুয়োয় নেমে শিশুটির খোঁজ চালানো হয়। তখনই তার দেহ উদ্ধার হয় সেখান থেকে।
দুই ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালানো হয়। শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করে। গত মাসেই মধ্যপ্রদেশের রাজগড়ে দুই কিশোর কুয়ায় পড়ে গিয়েছিল। পরে তাদের দেহ উদ্ধার হয়। রাজস্থানেও তিন বছরের এক শিশুর কুয়ায় পড়ে মৃত্যু হয় জানুয়ারিতে। ১০ দিন পর তাকে উদ্ধার করা হয়েছিল।
বিডি প্রতিদিন/নাজমুল