বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

ফিলিস্তিনের ভূমি দখল না করার আহ্বান যুক্তরাষ্ট্রের

ফিলিস্তিনি ভূমি দখল না করতে ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের পশ্চিম তীরে যে কয়েকশ' হেক্টর জমি দখলের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল তার সমালোচনাও করেছে ওয়াশিংটন। রবিবার ইসরায়েল ঘোষণা করেছে- পশ্চিম তীরের বেথেলহেম এলাকার ৪০০ হেক্টর জমি দখলে নেওয়া হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ তেল আবিবের এ সিদ্ধান্তের সমালোচনা করেছে এবং এ বিষয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। এরপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছে। মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা বলেন, আমরা বহুদিন থেকেই ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণ কর্মসূচির বিরুদ্ধে আমাদের পরিষ্কার অবস্থান ঘোষণা করেছি। অবৈধ বসতি নির্মাণ কর্মসূচির মতো এবারের এ ভূমি দখল প্রক্রিয়াও উসকানিমূলক। এএফপি

সর্বশেষ খবর