শনিবার, ২১ মে, ২০১৬ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে এবার বিধায়ক হলেন ৫৬ মুসলিম

কলকাতা প্রতিনিধি

২৯৪ সদস্যবিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে এবার জয় পেয়েছেন ৫৬ জন সংখ্যালঘু মুসলিম প্রার্থী। নতুন এই ৫৬ মুসলিম বিধায়কের মধ্যে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছেন ২৯ জন, কংগ্রেসের হয়ে লড়াই করে জিতেছেন ১৮ জন, বামফ্রন্টের প্রধান শরিক দল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআইএম) জয়ী প্রার্থীর সংখ্যা ৮ এবং অন্য শরিক দল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের (এআইএফবি) ১ জন আছেন। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী মুসলিম বিধায়কের সংখ্যা ছিল ৫৯। সে তুলনায় এবার তিনজন কমেছে। এবারে তৃণমূল থেকে জয়ী মুসলিম বিধায়কদের অন্যতম হলেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, ফায়ার সার্ভিস মন্ত্রী জাভেদ খান, সিপিআইএম ছেড়ে তৃণমূলে যাওয়া আবদুর রেজ্জাক মোল্লা, রফিকুর রহমান, রুকবানুর রহমান, গুলাম রব্বানি, জাকির হোসেন, তোরাফ হোসেন মণ্ডল, ফজল করিম। কংগ্রেসের টিকিটে জয়ী হওয়া বিধায়কের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আবদুল মান্নান, আবদুর রহিম কাজি, শেষ সফিউদ্দিন, আসিফ মেহেবুব, আলবেরুনি জুলকারনাইন, মহম্মদ মুতাক্কিন আলম প্রমুখ।

সর্বশেষ খবর