বুধবার, ১২ জুন, ২০১৯ ০০:০০ টা
অ ন্য খ ব র

সেই চিত্রকর্ম সৌদি যুবরাজের ইয়টে

সেই চিত্রকর্ম সৌদি  যুবরাজের ইয়টে

বিখ্যাত ইতালিয়ান শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ৫০০ বছরের পুরনো চিত্রকর্ম ‘সালভেটর মুন্ডি।’ বিশ্বের সবচেয়ে দামি এই চিত্রকর্ম। বছর দুয়েক আগে নিউইয়র্কে নিলামে ৪৫ কোটি ডলারে (প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা) বিক্রি হয়েছিল। তারপর থেকেই বিশ্বের অন্যতম এক রহস্য তৈরি হয়েছে ভিঞ্চির ঐতিহাসিক এই তৈলচিত্র ঘিরে। কে এর মালিক কিংবা কোথায় আছে এই চিত্রকর্ম, দীর্ঘদিন ধরে ছিল তা অজানা। কিন্তু লন্ডনভিত্তিক আর্ট ডিলার কেনি ক্যাচার আর্টনিউজের ওয়েবসাইটে দিলেন সেসব প্রশ্নের জবাব। তিনি লিখেছেন, এই চিত্রকর্মটি এখন প্রভাবশালী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মালিকানাধীন বিশালাকারের ব্যয়বহুল ইয়টে রয়েছে। চিত্রকর্মটিতে যিশু খ্রিস্টের এক হাতে রয়েছে বিশ্বের স্বচ্ছ মানচিত্র; অন্য হাতে তিনি ঘোর অন্ধকার থেকে বিশ্বকে রক্ষার আশীর্বাদ করছেন।

সর্বশেষ খবর