বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইস্তাম্বুলের সেই ভবন বেচে দিল সৌদি

তুরস্কের ইস্তাম্বুুলে সৌদি আরবের কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছিল। সেই বাড়ি বিক্রি করে দিয়েছে সৌদি সরকার। তুরস্কের হ্যাবারতার্ক টেলিভিশনে ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেট বিক্রিসংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এক মাসের বেশি আগে ওই ভবন বাজারমূল্যের এক-তৃতীয়াংশের কম দামে বিক্রি করে দেওয়া হয়েছে। ৫৯ বছর বয়সী খাশোগিকে গত বছরের ২ অক্টোবর ওই সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়। দেশটির হ্যাবারতার্ক টেলিভিশনের খবরে বলা হয়েছে, তুরস্কের লেভেন্ট এলাকার সৌদি কনস্যুলেটের ওই ভবন অজ্ঞাতনামা এক ক্রেতার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এরপরই সৌদি আরব তুরস্কের সারিয়ের অঞ্চলে কনস্যুলেটের জন্য নতুন একটি ভবন কিনেছে। সারিয়ার একটি জেলা শহর। ওই এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলেট আছে। ৫৯ বছর বয়সী খাশোগি গত বছরের ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে কাগজপত্র ইস্যু করার জন্য প্রবেশ করেন। সেখানে তাকে হত্যা করা হয়। পরে সেই মৃতদেহ টুকরো টুকরো করা হয়।

 

সর্বশেষ খবর