মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সীমান্ত শহর ছাড়ল কুর্দিরা

সীমান্ত শহর ছাড়ল কুর্দিরা

নিজেদের নিরাপত্তার জন্য সীমান্তে সুড়ঙ্গ তৈরি করেছিল কুর্দিরা। গতকাল সেসব সুড়ঙ্গ নিজেদের দখলে নিয়েছে তুর্কি সেনারা -এএফপি

তুরস্কের সিরিয়া সীমান্তবর্তী রাস আল-আইন শহর ছেড়ে গেছে কুর্দি বিদ্রোহীরা। কুর্দি কর্মকর্তারা জানিয়েছেন, তারা তুর্কি বাহিনী ও এর মিত্রদের কাছে শহরটির নিয়ন্ত্রণ হস্তান্তর করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঞ্চলটি থেকে নিজ দেশের সেনাদের সরিয়ে নেওয়ার পর থেকেই শহরটিতে অস্থিরতা বিরাজ করছিল। তবে তুর্কি-মার্কিন সমঝোতা অনুযায়ী, রবিবার বিকালে বিদ্রোহীরা শহরটি ত্যাগ করে। আঙ্কারার পক্ষ থেকেও কুর্দি বিদ্রোহীদের শহরটি ছেড়ে যাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। তুর্কি এক বিবৃতিতে বলা হয়, শনিবার বিকালে ৮৬টি গাড়ির একটি বহর নিয়ে কুর্দি এসডিএফ বিদ্রোহীরা শহরটি ত্যাগ করেছে। তুর্কি-সিরিয়া সীমান্তের ২০ মাইল এলাকা নিয়ে একটি নিরাপদ অঞ্চল তৈরিতে আগ্রহী তুরস্ক। দেশটি চাইছে, রাস আল-আইনের মতো সীমান্তবর্তী অন্য শহরগুলোও ছেড়ে যাক বিদ্রোহীরা। তবে কোবানে ও আল দারবাসিয়াহসহ তুরস্কের প্রত্যাশিত নিরাপদ অঞ্চলের অন্যান্য স্থানে এখনো রয়ে গেছে কুর্দি বিদ্রোহীরা। কুর্দি বিদ্রোহীদের জোট এসডিএফ-এর মুখপাত্র কিনো গ্যাব্রিয়েল বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তুরস্কের সঙ্গে পাঁচ দিনের যুদ্ধবিরতির অংশ হিসেবে তাদের যোদ্ধারা রাস আল আইন ত্যাগ করেছে। শহরটিতে আমাদের আর কোনো যোদ্ধা নেই। রাস আল আইন ছাড়া তুর্কি সীমান্তবর্তী অন্য শহরগুলোতে অবশ্য নিজেদের উপস্থিতির কথা নিশ্চিত করেছেন কুর্দি অ্যাক্টিভিস্টরা। এদিকে  তুরস্কের প্রস্তাবিত পুরো নিরাপদ অঞ্চল থেকে বিদ্রোহীদের সরে যাওয়া নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।

সর্বশেষ খবর