শিরোনাম
শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জম্মু-কাশ্মীর ও লাদাখে লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ দিল ভারত সরকার

কলকাতা প্রতিনিধি

ভারতের জম্মু-কাশ্মীরে প্রথম লেফটেন্যান্ট গভর্নর হলেন কেন্দ্রের ব্যয় সচিব গিরিশ চন্দ্র মুর্মু। অন্যদিকে লাদাখে প্রথম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব রাধাকৃষ্ণ মাথুরকে। গত ৫ আগস্টে ভারতীয় সংবিধানের ৩৭০ এবং ৩৫এ ধারায় জম্মু-কাশ্মীরকে প্রদান করা বিশেষ আইনি অধিকার ও মর্যাদা খারিজ করা এবং রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল (জম্মু-কাশ্মীর ও লাদাখ) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৩১ অক্টোবর এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে জম্মু-কাশ্মীর ও লাদাখ। তার আগে এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য দুজনকে লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ দিল মোদি সরকার।

জম্মু-কাশ্মীরের বর্তমান রাজ্যপাল সত্যপাল মালিককে বদলি করা হয়েছে গোয়ার রাজ্যপাল করে। ২০১৮ সালের আগস্ট মাসে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল হন সত্যপাল মালিক।

সর্বশেষ খবর