বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নিরাপত্তা পরিষদে ফের ধাক্কা খেল যুক্তরাষ্ট্র

ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বড় ধরনের ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সংস্থাটিতে জাতিসংঘের ইরানবিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রস্তাব তোলে ওয়াশিংটন। তবে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩টিই যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়ায় এটি খারিজ হয়ে যায়। ইরান ২০১৫ সালের পরমাণু চুক্তি ভঙ্গ করেছে এই অভিযোগে নতুন করে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চেয়েছিল ওয়াশিংটন। গত ২০ আগস্ট জাতিসংঘে প্রস্তাবনাটি দেয় ওয়াশিংটন। যে প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞার প্রস্তাব এনেছিল, তাকে কূটনৈতিক পরিভাষায় বলা হয় স্ন্যাপব্যাক। তবে এটি উত্থাপনের পরপরই সংস্থাটির অন্য সদস্য দেশগুলো এর বিরোধিতা করে। নিরাপত্তা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে যুক্তরাষ্ট্র।

সর্বশেষ খবর