বুধবার, ১০ মার্চ, ২০২১ ০০:০০ টা

আফগানিস্তান নিয়ে নতুন কৌশলে বাইডেন

ট্রাম্প প্রশাসনের সঙ্গে তালেবানের চুক্তি কার্যকর সম্পর্কে সিদ্ধান্তের আগে ওয়াশিংটন আফগানিস্তানে জোরালো কূটনৈতিক উদ্যোগ শুরু করছে। ক্ষমতা ছাড়ার আগে আফগানিস্তানের তালেবানের সঙ্গেও একটি চুক্তি করে ট্রাম্প প্রশাসন। কিন্তু যুক্তরাষ্ট্রেই সেই চুক্তিকে ‘বিতর্কিত’ বলে আখ্যা দেওয়া হয়। যা আগামী মে মাসে কার্যকর হবার কথা। এর আওতায় সে দেশ থেকে অবশিষ্ট ২,৫০০ মার্কিন সৈন্য প্রত্যাহার করার কথা। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সেই বোঝাপড়া মেনে নেবেন কিনা, তা নিয়ে জল্পনা চলছে। এরই মাঝে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ফাঁস হয়ে যাওয়া একটি গোপন চিঠি আফগান সংবাদমাধ্যমে আলোড়ন তুলছে। সব মার্কিন সৈন্য প্রত্যাহার করলে তালেবান দ্রুত আরও এলাকা দখল করে নিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। ওই চিঠি অনুযায়ী বাইডেন প্রশাসন আফগানিস্তানে নতুন এক অন্তর্র্বতীকালীন প্রশাসনে তালেবানের অংশগ্রহণ সম্পর্কে ভাবনাচিন্তা করছে।

সর্বশেষ খবর