বুধবার, ১৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

ইরাকে কভিড হাসপাতালে আগুন, নিহত ৬৬

গত এপ্রিলেও বাগদাদের একটি কভিড হাসপাতালে আগুন লেগে ৮২ জনের মৃত্যু হয়েছিল

ইরাকের একটি হাসপাতালের করোনা ওয়ার্ডে আগুন লেগে ৬৬ জনের বেশি মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের আল হুসেইন হাসপাতালে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। সোমবার রাতে হাসপাতালটির করোনা ওয়ার্ডে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, একটি অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর করোনা ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে। ৩ মাস আগেই খোলা হয়েছিল ৭০ শয্যার এই করোনা ওয়ার্ড। আগুন লাগার সঙ্গে সঙ্গেই কালো ধোঁয়ায় ঢেকে যায় আইসোলেশন ওয়ার্ড। দমকল বিভাগের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদেমি ওই হাসপাতালের ম্যানেজারকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন। এর আগে এপ্রিলে বাগদাদের একটি কভিড হাসপাতালে একই ধরনের একটি অগ্নিকান্ডে ৮২ জনের মৃত্যু হয়েছিল।

সর্বশেষ খবর