মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কার্যালয়ে তল্লাশির সময় কর্মীদের হেনস্তার অভিযোগ বিবিসির

ভারতের নয়াদিল্লি ও মুম্বাইয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির কার্যালয়ে সম্প্রতি তল্লাশি চালায় দেশটির আয়কর বিভাগ। সেই সময় আয়কর কর্মকর্তারা তাদের সাংবাদিকদের হেনস্তা করেছেন বলে অভিযোগ করেছে বিবিসি। বিবিসির হিন্দি সংস্করণের ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে রবিবার এ অভিযোগ করা হয়। বলা হয়েছে, তল্লাশি চলাকালে কয়েকজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। অনেককে খবর লিখতে বাধা দেওয়া হয়।

সেই অভিযান শেষ হলে আয়কর বিভাগের বিবৃতিতে বলা হয়েছিল, আয়কর জরিপের কাজ তারা এমনভাবে করেছেন, যাতে সাংবাদিকদের পেশাগত কাজে ব্যাঘাত সৃষ্টি না হয়। বিবিসির ওই লেখাতে বলা হয়েছে, তাদের সাংবাদিকদের ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে দেওয়া হয়নি। আয়কর বিভাগের কেউ কেউ ও কয়েকজন পুলিশ কর্মী দুর্ব্যবহার করেছেন। সর্বপ্রিয় সাঙ্গোয়ান নামে এক হিন্দি সাংবাদিক বলেন, আধিকারিকরা তাদের ফোন কেড়ে নিয়েছিলেন। কম্পিউটার ঘেঁটেছেন। বলা হয়েছে, ওই তল্লাশি অভিযান নিয়ে কিছু লেখা যাবে না।

সর্বশেষ খবর