বুধবার, ৭ জুন, ২০২৩ ০০:০০ টা

পোল্যান্ডের বিরুদ্ধে ইউরোপীয় আদালতের রায়

বিচার বিভাগের সংস্কারের নামে পোল্যান্ডের সরকার অগণতান্ত্রিক আইন প্রণয়ন করেছে বলে রায় দিয়েছেন ইউরোপের শীর্ষ আদালত। প্রকৃত গণতান্ত্রিক কাঠামো, আইনের শাসন, দুর্নীতি ইত্যাদি প্রশ্নে ইউরোপীয় ইউনিয়ন অত্যন্ত কড়া অবস্থান নেওয়ায় পোল্যান্ড এবার বিপাকে পড়ছে। এর ফলে ইইউ আর্থিক অনুদান বন্ধ হয়ে যাবে। সোমবার ইউরোপীয় আদালতের ওই রায় পোল্যান্ডের অবস্থান আরও দুর্বল করে তুলেছে। নির্বাচনের বছরে এমন চাপ সে দেশের সরকারের জন্য বেশ অস্বস্তিকর হয়ে উঠল। আদালত বলছে, ২০১৯ সালের ডিসেম্বর মাসে পোল্যান্ডের সরকার বিচার বিভাগের ‘সংস্কার’-এর দোহাই দিয়ে যেসব বিতর্কিত আইন প্রণয়ন করেছিল, সেগুলো ইউরোপীয় ইউনিয়নের গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সোমবার শীর্ষ ইউরোপীয় আদালতের এ রায় পোল্যান্ডের ক্ষমতাসীন ‘ল অ্যান্ড জাস্টিস’ দলের জন্য বড় ধাক্কা। ইইউ কমিশনের অভিযোগের ভিত্তিতে ইউরোপীয় আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ পোল্যান্ডের নেই। সে দেশের সরকারকে সেই রায়ের ভিত্তিতে আইন সংশোধন করতে হবে। সেই পদক্ষেপ না নিলে আদালত আরও আর্থিক জরিমানা করতে পারে। উল্লেখ্য, ২০২১ সালেও ইউরোপীয় আদালত পোল্যান্ডের বিচারপতিদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপের সমালোচনা করে রায় দিয়েছিল।

সর্বশেষ খবর