রাজধানীর রমনা থানার বেইলি রোডে ছয় তলা ভবন থেকে পড়ে তানিয়া রশিদ (৩৫) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
আজ বিকেল চারটায় এ ঘটনা ঘটে।
নিহত তানিয়া এবং তার স্বামী ডা. মাসুদ রেজা বেইলি রোড ২ নম্বর নওরতন কলোনির একটি ছয়তলা বাসার চতুর্থ তলায় বসবাস করতেন।
নিহতের ফুফাতো ভাই খালিদ হোসেন সাংবাদিকদের বলেন, তানিয়া ধানমণ্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সনোলজিস্ট চিকিৎসক। আজ বিকেল চারটায় তিনি কিভাবে ভবন থেকে পড়ে যায় তা জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পাঁচটায় তানিয়ার মৃত্যু নিশ্চিত করেন।
বর্তমানে তার লাশ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।