বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা
সাগর-রুনি হত্যা মামলা

সেই তানভীরের জামিন

সেই তানভীরের জামিন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় গ্রেফতার মো. তানভীর রহমানের জামিনের আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি মো. নিজামুল হক এবং বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গিরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তানভীরের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। তানভীরের জামিন চেয়ে ১৩ জুলাই হাইকোর্টে রিট করে জাতীয় মানবাধিকার কমিশন। সাগর-রুনির হত্যাকাণ্ডের পর রুনির পারিবারিক বন্ধু তানভীর রহমানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ২০১২ সালের ১০ অক্টোবর বিচারক তাকে সাত দিনের রিমান্ডে পাঠান। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজা বাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি।

 

সর্বশেষ খবর