ঘুষ না পেয়ে থানায় বেঁধে এক যুবককে নির্মম নির্যাতনের অভিযোগে যশোরের দুই পুলিশ কর্মকর্তা আদালতের নির্দেশে গতকাল হাই কোর্টে হাজির হন। বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। যে ব্যক্তিকে থানায় বেঁধে নির্যাতন করা হয় বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে সেই আবু সাঈদও আদালতে হাজির হন। তিনি আদালতে বলেন, এই ছবি আমার নয়। ছবিতে যে স্থানটি দেখা যাচ্ছে তা কোথায় তাও বলতে পারব না। আদালতে দুই পুলিশ কর্মকর্তা বলেন, এই ছবি থানার ভিতরের নয়। শুনানি শেষে আদালত পরবর্তী আদেশের জন্য ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করে। ৪ জানুয়ারি রাতে আবু সাঈদকে আটকের পর তার কাছে ঘুষ দাবি ও তা না পেয়ে তাকে নির্যাতনের অভিযোগ নিয়ে ৬ জানুয়ারি কয়েকটি সংবাদপত্রে খবর প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদ নজরে এলে আদালত ৮ জানুয়ারি এ বিষয়ে আদেশ দেয়। যশোরের কোতোয়ালি থানার এসআই নাজমুল ও এএসআই হাদিবুর রহমানকে তলব করার পাশাপাশি রুল জারি করা হয়। স্বরাষ্ট্র সচিব, আইজিপি, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি, যশোরের এসপি, কোতোয়ালির ওসি এবং অভিযুক্ত দুই পুলিশ সদস?্যকে রুলের জবাব দিতে বলা হয়। ঘটনাটি তদন্ত করে জেলার পুলিশ সুপারকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। পুলিশ সুপারের পক্ষে আইনজীবী আবদুল মতিন খসরু শুনানিতে অংশ নেন। যে যুবকের ওপর নির্যাতন করা হয়েছিল বলে সংবাদমাধ্যমে খবর এসেছে, সেই আবু সাঈদকেও হাই কোর্টে হাজির করতে বলা হয়।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
ছবিটি তাহলে কার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর