সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
খাশোগি হত্যা

শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন দেবে যুক্তরাষ্ট্র

প্রতিদিন ডেস্ক

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার নেপথ্যে কলকাঠি কে নেড়েছিলেন— সে সম্পর্কে যুক্তরাষ্ট্র শিগগিরই প্রতিবেদন দেবে বলে জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি যুবরাজ মোহাম্মদকে হত্যার জন্য দায়ী করে সিআইএর প্রতিবেদনের ব্যাপারেও এ সপ্তাহে যুক্তরাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। সূত্র : রয়টার্স।

প্রসঙ্গত, অতি সুরক্ষিত স্থানে সাংবাদিক খাশোগির মতো ‘উঁচু দরের মানুষকে’ মেরে ফেলা যে ‘অতি প্রভাবশালী ব্যক্তির’ পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব নয়— তা সহজেই বোঝা যায়। এ ব্যাপারে শুরুতে তুরস্ক এবং সর্বশেষ গত শুক্রবার   মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ নেপথ্য ব্যক্তির নাম ‘এমবিএস’ বলে জানিয়েছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ‘এমবিএস’ নামেই সমধিক পরিচিত। হত্যার পরিকল্পনা হিসেবে ভাইকে দিয়ে ফোন করিয়ে তিনি খাশোগিকে তুরস্কে নিয়েছিলেন বলেও জানিয়েছে সিআইএ। এদিকে নিজ দেশের এমন নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থার প্রতিবেদন প্রকাশ হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ তিনি ও তার জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে যুবরাজ মোহাম্মদের সখ্যতা সম্পর্কে সবাই জানেন। বার্তা সংস্থা এএফপি ও বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, গত শনিবার ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মালিবু পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে সৌদি আরব যুক্তরাষ্ট্রের জন্য আকর্ষণীয় মিত্র। আমাকে সেটা দেখতে হয়। আপনারা জানেন, আমাকে অনেক কিছু বিবেচনায় নিতে হয়।’ তিনি বলেন, খাশোগি হত্যার ঘটনায় এখনো অনেক প্রশ্নের উত্তর জানা বাকি। কাজেই এখনই কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না।

 

সর্বশেষ খবর