শনিবার, ২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে সংবাদ

পালাতে গিয়ে ধরা, জেলহাজতে সেই শামীম

নিজস্ব প্রতিবেদক

বিদেশে পালাতে গিয়ে ধরা পড়েছেন বিভিন্ন ব্যাংকের ৩৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়া সেই শামীম। গতকাল তাকে বিমানবন্দর থানা পুলিশ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। গত বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্র ও গুলিসহ আটক হন বাগেরহাটের চিতলমারী উপজেলা  চেয়ারম্যান মুজিবর রহমান শামীম।

জানা গেছে, সরকারি-বেসরকারি কয়েকটি ব্যাংক  থেকে একই জমি জামানত রেখে অভিনব কায়দায় ৩৫০ কোটি টাকা হাতিয়ে ব্যাংকের দৃষ্টিতে দীর্ঘদিন পলাতক ছিলেন মুজিবর। বাংলাদেশ প্রতিদিনে গত ২৪ ফেব্রুয়ারি ‘৩৫০ কোটি টাকা লুটে লাপাত্তা শামীম’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ব্যাংকের পক্ষ থেকে মামলা করা হয়। তবে পুলিশের তালিকায় তিনি এতদিন পলাতক ছিলেন। তিনি দেশের বাইরে পালিয়ে যাওয়ার অপেক্ষায় ছিলেন। বৃহস্পতিবার অস্ত্র ও ১০ রাউন্ড গুলিসহ বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল  থেকে তাকে আটক করে এভিয়েশন সিকিউরিটি গ্রুপের (এভসেক) সদস্যরা। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানিয়েছেন, আজ (গতকাল) শামীমকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে। জানা গেছে, ব্যাংকের কোটি কোটি টাকা মেরে দিয়ে দুহাত ভরে টাকা উড়িয়ে ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান, স্ত্রীকে ইউপি চেয়ারম্যান বানিয়ে  থেকে যান ধরাছোঁয়ার বাইরে। ব্যাংকের খাতায় পলাতক মুজিবর রহমান শামীম চিতলমারীর পাশের  জেলা পিরোজপুরের নাজিরপুর উপজেলার কালিগঞ্জ এলাকায় গড়ে তুলেছেন বিশাল এক ইটের ভাটা। এ কাজে তিনি কৃষকসহ সরকারের খাস জমি দখল করেছেন। নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে প্রায় ৫০ একর জমির ওপরে গড়ে তুলেছেন রিসোর্ট, মাছ ও গরুর খামার। রিসোর্টে আলিশান তিনটি ভবন গড়ে তুলেছেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর