Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৬ নভেম্বর, ২০১৯ ২৩:৪৭

মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

বাংলাদেশ সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। গতকাল সকালে বারিধারার মার্কিন দূতাবাসে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এক ঘণ্টারও বেশি সময় স্থায়ী এ বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ফরেইন অ্যাফেয়ার্স কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদসহ শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা অংশ নেন। অ্যালিস ওয়েলসের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। এর আগে, গত ২৮ অক্টোবর বিদেশি কয়েকটি রাষ্ট্র ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে  বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা। ওই বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নেন।


আপনার মন্তব্য