অভিনব কায়দায় ইয়াবা পাচার করে এমন কয়েকটি গ্রুপের সন্ধান পেয়েছে পুলিশ। ইয়াবা পাচার করতে চক্রটি দূর ভ্রমণে যায় বলে পুলিশ এদের নাম দিয়েছে ‘লং ড্রাইভ পার্টি’। শনিবার এ চক্রের চারজনকে গ্রেফতারের পর নতুন কায়দায় ইয়াবা পাচারের বিষয়টি জানতে পারে পুলিশ। আটককৃতরা হলেন- মোজাম্মেল হক, নুর নবী, হাসমত কবির শাকিল এবং জাহেদুল ইসলাম রাতুল। এ সময় তাদের কাছ থেকে ৪০ হাজার ইয়াবা, মোটরসাইকেল এবং এক হাজার ২০০ পাউন্ড এবং ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘লং ড্রাইভ পার্টির ইয়াবা চক্রের সদস্যদের প্রায় সবাই তরুণ এবং মোটরসাইকেল চালনায় পারদর্শী। তারা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবার চালান নিয়ে যায়। মূলত প্রশাসনের চোখকে ফাঁকি দিতেই ইয়াবা পাচারে লং ড্রাইভ কৌশল অবলম্বন করে এ চক্রের সদস্যরা।’ জানা যায়, লং ড্রাইভ পার্টির সদস্যরা তিন গ্রুপে বিভক্ত হয়ে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচার করে। এক গ্রুপ কক্সবাজার থেকে ইয়াবার সংগ্রহ করে মোটরসাইকেলে তা চকোরিয়া কিংবা সাতকানিয়া এলাকায় নিয়ে আসেন। ওখানে অপেক্ষা করে এ গ্রুপের অন্য সদস্যরা। হাত বদল হয়ে ইয়াবার চালান যায় দ্বিতীয় গ্রুপের হাতে। দ্বিতীয় গ্রুপের সদস্যরা ওই চালান নিয়ে যায় মীরসরাই কিংবা ফেনী এলাকায়। ওইখানে অপেক্ষা করে তুতীয় গ্রুপ। এরপর তৃতীয় গ্রুপ ইয়াবার চালান ঢাকায় নিয়ে যায়। লং ড্রাইভ পার্টির সদস্যরা কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত ইয়াবা পাচারের জন্য মোটরসাইকেলকেই বাহন হিসেবে ব্যবহার করে। প্রতিটা চালানের আগে মোটরসাইকেলের একটি ‘অ্যাডভান্স পার্টি’ থাকে। মূলত এ পার্টি পথে প্রশাসনের চেকপোস্ট রয়েছে কি না এ বিষয়ে আগাম সতর্ক বার্তা দেয়। পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘এ চক্রটি দীর্ঘদিন ধরেই লং ড্রাইভের নামে ইয়াবা পাচার করে আসছে। দীর্ঘদিন ধরেই তাদের ওপর নজরদারি রাখা হয়। ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে আসার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মুজাফফরাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে গ্রেফতারকৃতদের রিমান্ড চাওয়া হবে।’
শিরোনাম
- বিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিন
- প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
- হবিগঞ্জে স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ স্বামীর
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
ইয়াবায় এবার লং ড্রাইভ পার্টি
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
২ ঘণ্টা আগে | জাতীয়
প্লে স্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং পেল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’
৩ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার