অভিনব কায়দায় ইয়াবা পাচার করে এমন কয়েকটি গ্রুপের সন্ধান পেয়েছে পুলিশ। ইয়াবা পাচার করতে চক্রটি দূর ভ্রমণে যায় বলে পুলিশ এদের নাম দিয়েছে ‘লং ড্রাইভ পার্টি’। শনিবার এ চক্রের চারজনকে গ্রেফতারের পর নতুন কায়দায় ইয়াবা পাচারের বিষয়টি জানতে পারে পুলিশ। আটককৃতরা হলেন- মোজাম্মেল হক, নুর নবী, হাসমত কবির শাকিল এবং জাহেদুল ইসলাম রাতুল। এ সময় তাদের কাছ থেকে ৪০ হাজার ইয়াবা, মোটরসাইকেল এবং এক হাজার ২০০ পাউন্ড এবং ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘লং ড্রাইভ পার্টির ইয়াবা চক্রের সদস্যদের প্রায় সবাই তরুণ এবং মোটরসাইকেল চালনায় পারদর্শী। তারা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবার চালান নিয়ে যায়। মূলত প্রশাসনের চোখকে ফাঁকি দিতেই ইয়াবা পাচারে লং ড্রাইভ কৌশল অবলম্বন করে এ চক্রের সদস্যরা।’ জানা যায়, লং ড্রাইভ পার্টির সদস্যরা তিন গ্রুপে বিভক্ত হয়ে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচার করে। এক গ্রুপ কক্সবাজার থেকে ইয়াবার সংগ্রহ করে মোটরসাইকেলে তা চকোরিয়া কিংবা সাতকানিয়া এলাকায় নিয়ে আসেন। ওখানে অপেক্ষা করে এ গ্রুপের অন্য সদস্যরা। হাত বদল হয়ে ইয়াবার চালান যায় দ্বিতীয় গ্রুপের হাতে। দ্বিতীয় গ্রুপের সদস্যরা ওই চালান নিয়ে যায় মীরসরাই কিংবা ফেনী এলাকায়। ওইখানে অপেক্ষা করে তুতীয় গ্রুপ। এরপর তৃতীয় গ্রুপ ইয়াবার চালান ঢাকায় নিয়ে যায়। লং ড্রাইভ পার্টির সদস্যরা কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত ইয়াবা পাচারের জন্য মোটরসাইকেলকেই বাহন হিসেবে ব্যবহার করে। প্রতিটা চালানের আগে মোটরসাইকেলের একটি ‘অ্যাডভান্স পার্টি’ থাকে। মূলত এ পার্টি পথে প্রশাসনের চেকপোস্ট রয়েছে কি না এ বিষয়ে আগাম সতর্ক বার্তা দেয়। পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘এ চক্রটি দীর্ঘদিন ধরেই লং ড্রাইভের নামে ইয়াবা পাচার করে আসছে। দীর্ঘদিন ধরেই তাদের ওপর নজরদারি রাখা হয়। ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে আসার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মুজাফফরাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে গ্রেফতারকৃতদের রিমান্ড চাওয়া হবে।’
শিরোনাম
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
ইয়াবায় এবার লং ড্রাইভ পার্টি
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর