মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণ নিহত ১, দগ্ধ ৭

নিজস্ব প্রতিবেদক ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাহেবপাড়া বাজার এলাকার এক বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে এক বৃদ্ধা নিহত এবং সাতজন আগুনে দগ্ধ হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৫টায় বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এ এলাকায় অধিকাংশ সময়ই গ্যাস থাকে না। এ কারণে গৃহিণীরা গ্যাসের চুলা অনেক সময়ই চালু করে রাখেন, যাতে গ্যাস এলেই টের পান। কিন্তু রবিবার দিনগত রাতে সেই গ্যাসের আশায় চুলা জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন বাসার সদস্যরা। এ অবস্থায় গ্যাস চলে এসে পুরো রুম বোঝাই হয়ে যায়। ভোরে ঘুম থেকে উঠে ষাটোর্ধ্ব বৃদ্ধা নূর জাহান বেগম চুলা জ্বালাতে ম্যাচের কাঠি ঘষতেই বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এতে ওই বাসার আট সদস্যই গুরুতর আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা ১১টায় মৃত্যুবরণ করেন নূর জাহান বেগম। গুরুতর অগ্নিদগ্ধরা হলেন- কিরণ (৪৫), হিরণ মিয়া (২৬), ইমন (২২), আপন (১২), কাউছার (১৪), মুক্তা (২৫) ও ইলমা (৩)। এদের মধ্যে দু-তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। এই ভবনের মালিক বিদ্যুৎ কর্মকর্তা ফারুক। হতাহতরা ভবনের নিচতলার ভাড়াটিয়া। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, নিচতলা ভবনের সব ধরনের মালামাল আগুনে পুড়ে গেছে। বিস্ফোরণের কারণে জানালার গ্লাস ও দেয়ালের বিভিন্ন অংশ ভেঙে গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর