বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কনস্টেবল হারুনের জামিন নামঞ্জুর আদালতে রায়হানের মায়ের আহাজারি

পুলিশ ফাঁড়িতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট মহানগরের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে যুবক রায়হান আহমদ হত্যা মামলার আসামি কনস্টেবল (সাময়িক বরখাস্ত) হারুনুর রশিদের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। গতকাল দুপুরে শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহিম জামিন আবেদন নামঞ্জুর করেন। এদিকে কনস্টেবল হারুনের জামিন আবেদনের খবর পেয়ে সকালেই আদালতে ছুটে যান নিহত রায়হানের মা সালমা বেগম। তিনি হারুনের জামিন না হওয়ার জন্য আদালতের আইনজীবীর কাছে আকুতি জানান। রায়হানের আইনজীবী অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ জানান, আদালতে পুলিশ কনস্টেবল হারুন জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে। তিনি বলেন, ‘রায়হান হত্যায় সরাসরি হারুন জড়িত ছিলেন। শুনানিকালে আমরা জামিনের বিরোধিতা করেছি। আমাদের বক্তব্য আদালত শোনার পর জামিন নামঞ্জুর করে।’ এদিকে হারুনের জামিন আবেদন করা হয়েছে শুনে রায়হানের মা সালমা বেগমসহ তার পরিবারের লোকজন আদালতে ছুটে যান। হারুন যাতে জামিন না পান সে জন্য তিনি আইনজীবীদের শক্তভাবে আদালতে দাঁড়ানোর অনুরোধ জানান। জামিন নামঞ্জুর হওয়ার পর রায়হানের মা আদালতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রসঙ্গত, গত বছরের ১০ অক্টোবর দিবাগত রাতে বন্দরবাজার ফাঁড়িতে রায়হানকে ধরে নিয়ে আসে পুলিশ। রাতে ফাঁড়িতে নির্যাতন করা হয় তাকে। পরদিন ভোরে গুরুতর অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করে ফাঁড়ি পুলিশ। সেখানে মারা যান রায়হান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর