সোমবার, ৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে টপকাল ভারত

প্রতিদিন ডেস্ক

দৈনিক করোনা সংক্রমণের নিরিখে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলকে ছাপিয়ে গেছে ভারত। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ভারতে গত শুক্রবার এক দিনে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ১২৯ জন।  কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ হাজার ২৪৯ জন কভিডে সংক্রমিত হয়েছেন। পাশাপাশি ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ২৩৮ জন এবং যুক্তরাষ্ট্রে ৬৯ হাজার ৮২২ জন। শুক্রবার পর্যন্ত এক সপ্তাহে গড়  দৈনিক আক্রান্তের নিরিখেও যুক্তরাষ্ট্রকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে ভারত। যদিও এ ক্ষেত্রে শীর্ষে ব্রাজিল। শুক্রবার পর্যন্ত এক সপ্তাহে ভারতে গড়  দৈনিক আক্রান্ত ৬৮ হাজার ৯৬৯। সেখানে যুক্তরাষ্ট্রে ৬৫ হাজার ৭৫৩ এবং ব্রাজিলে ৭২ হাজার ১৫১। মোট করোনা সংক্রমণের নিরিখে যুক্তরাষ্ট্র শীর্ষ স্থানে, তার পরে ব্রাজিল এবং তৃতীয় স্থানে ভারত।  মোট সংক্রমণের নিরিখে এর আগে দ্বিতীয় স্থানে উঠলেও দৈনিক সংক্রমণে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের অনেক পরেই ছিল ভারত। কিন্তু এখন দেশটিতে  দৈনিক সংক্রমণের হার বেড়ে গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, গতকাল সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছায় ২৮ লাখ ৬১ হাজার ২৭৫ জন এবং সংক্রমিতের সংখ্যা পৌঁছায় ১৩ কোটি ১৪ লাখ ৬৮ হাজার ২৩৪ জনে। গত শনিবারও সংক্রমণের শীর্ষে ছিল ভারত। এদিন দেশটিতে নতুন করে সংক্রমিত হন ৯২ হাজার ৯৯৮ জন। পরে অবস্থানে ছিল যুক্তরাষ্ট্রে ৬৬ হাজার ১৫৪ জন, ব্রাজিলে ২১ হাজার ২১৮ জন। তবে এদিন মৃত্যুতে শীর্ষস্থানে ছিল ব্রাজিল। দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৯৩১ জন। এর পরের অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে মৃত্যু ছিল ৮০৭ জন, পোল্যান্ডে ৫৭১ জন, ভারতে ৫১৪ জন, ইউক্রেনে ৩৯৬ জন, রাশিয়ায় ৩৮৪ জন এবং ইতালিতে ৩৭৬ জন। এদিন বিশ্বে মোট সংক্রমিত হন ৫ লাখ ৪৫ হাজার ৩৯৪ জন এবং মৃত্যু ছিল ৮০৭ জন।

সর্বশেষ খবর