সোমবার, ৩ মে, ২০২১ ০০:০০ টা

রাজস্ব খাতে কেমন বাজেট চাই

আসছে ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা যৌক্তিক পর্যায়ে রাখার পরামর্শ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক নীতিনির্ধারকরা। গত শতাব্দীতে শুরু হওয়া আয়কর আইন এখনো আলোর মুখ দেখছে না কেন, এমন প্রশ্ন উত্থাপন করে এনবিআরের সাবেক দুই চেয়ারম্যান ও এক জ্যেষ্ঠ সদস্য বলেছেন, এবার করোনা সংকট উত্তরণের রাজস্ব বাজেট চাই। স্থানীয় শিল্পে কর প্রণোদনা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ভ্যাট ছাড় দিতে হবে। ভ্যাটের হার কমিয়ে সর্বোচ্চ ৭ শতাংশ করতে হবে। এবার বাজেটে কর ও ভ্যাটের হার কমালে রাজস্ব আয় বাড়বে বলেও মত দিয়েছেন অবসরে থাকা এই তিন আমলা। তাদের সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক রুহুল আমিন রাসেল

সর্বশেষ খবর