কক্সবাজারের হোটেল আমারীতে নিহত নারীর খুনিকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বেলা পৌনে ১২টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার সহায়তায় সায়েদাবাদ বাসস্ট্যান্ড টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে মো. সাগর মিজি (২৪) নামের ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ভিকটিমের মোবাইলসহ মোট ৩টি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। র্যাব বলছে, গ্রেফতার সাগর দেশের বিভিন্ন এলাকার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের ব্ল্যাকমেল করে ধর্ষণ করত। এটা তার একটা নেশায় পরিণত হয়েছিল। গতকাল কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে র্যাব-১০ এর অধিনায়ক মাহফুজুর রহমান বলেন, হোটেলে ওই নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ২২ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়। মামলা নম্বর- ৪২। গ্রেফতারকৃত সাগর গত ১৮ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে কক্সবাজার কলাতলী এলাকার ‘আমারী রিসোর্ট’-এর ১০৮ নম্বর রুম ভাড়া নেন এবং হোটেল কর্তৃপক্ষকে জানান যে পরদিন ২০ সেপ্টেম্বর তার স্ত্রী ঢাকা থেকে আসবেন, তখন তাকে অন্য একটি ডাবল রুম দিতে হবে। সে অনুযায়ী পরদিন ওই নারী সেই হোটেলে গেলে তারা ৪০৮ নম্বর রুমে ওঠেন। তবে পরদিন সকাল ১০টা পর্যন্ত ওই কক্ষে কোনো সাড়াশব্দ না পেয়ে মিস্ত্রি দিয়ে কক্ষের দরজা ভেঙে পুলিশের মাধ্যমে সেই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। গ্রেফতারের পর সাগর জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে নিহত নারীকে স্ত্রী পরিচয়ে ওই হোটেলে নিয়ে যায়। রুমে ভিকটিমকে ধর্ষণ করার এক পর্যায়ে তার সঙ্গে ভিকটিমের ধস্তাধস্তি শুরু হলে গলা টিপে ধরে পাশে থাকা গ্লাস দিয়ে দুই/তিনবার সজোরে মাথায় আঘাত করে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার গ্রামের বাড়ি চাঁদপুর। ফতুল্লায় ওয়েল্ডিং মেশিনে কাজ করত। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে নারীদের সঙ্গে পরিচিত হতো।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের পর হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর