কক্সবাজারের হোটেল আমারীতে নিহত নারীর খুনিকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বেলা পৌনে ১২টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার সহায়তায় সায়েদাবাদ বাসস্ট্যান্ড টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে মো. সাগর মিজি (২৪) নামের ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ভিকটিমের মোবাইলসহ মোট ৩টি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। র্যাব বলছে, গ্রেফতার সাগর দেশের বিভিন্ন এলাকার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের ব্ল্যাকমেল করে ধর্ষণ করত। এটা তার একটা নেশায় পরিণত হয়েছিল। গতকাল কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে র্যাব-১০ এর অধিনায়ক মাহফুজুর রহমান বলেন, হোটেলে ওই নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ২২ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়। মামলা নম্বর- ৪২। গ্রেফতারকৃত সাগর গত ১৮ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে কক্সবাজার কলাতলী এলাকার ‘আমারী রিসোর্ট’-এর ১০৮ নম্বর রুম ভাড়া নেন এবং হোটেল কর্তৃপক্ষকে জানান যে পরদিন ২০ সেপ্টেম্বর তার স্ত্রী ঢাকা থেকে আসবেন, তখন তাকে অন্য একটি ডাবল রুম দিতে হবে। সে অনুযায়ী পরদিন ওই নারী সেই হোটেলে গেলে তারা ৪০৮ নম্বর রুমে ওঠেন। তবে পরদিন সকাল ১০টা পর্যন্ত ওই কক্ষে কোনো সাড়াশব্দ না পেয়ে মিস্ত্রি দিয়ে কক্ষের দরজা ভেঙে পুলিশের মাধ্যমে সেই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। গ্রেফতারের পর সাগর জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে নিহত নারীকে স্ত্রী পরিচয়ে ওই হোটেলে নিয়ে যায়। রুমে ভিকটিমকে ধর্ষণ করার এক পর্যায়ে তার সঙ্গে ভিকটিমের ধস্তাধস্তি শুরু হলে গলা টিপে ধরে পাশে থাকা গ্লাস দিয়ে দুই/তিনবার সজোরে মাথায় আঘাত করে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার গ্রামের বাড়ি চাঁদপুর। ফতুল্লায় ওয়েল্ডিং মেশিনে কাজ করত। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে নারীদের সঙ্গে পরিচিত হতো।
শিরোনাম
- টানা বৃষ্টিপাত চলবে আরও কয়েকদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর
- কক্সবাজার সৈকতে ভেসে এলো চবির আরেক শিক্ষার্থীর লাশ
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের পর হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর