কক্সবাজারের হোটেল আমারীতে নিহত নারীর খুনিকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বেলা পৌনে ১২টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার সহায়তায় সায়েদাবাদ বাসস্ট্যান্ড টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে মো. সাগর মিজি (২৪) নামের ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ভিকটিমের মোবাইলসহ মোট ৩টি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। র্যাব বলছে, গ্রেফতার সাগর দেশের বিভিন্ন এলাকার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের ব্ল্যাকমেল করে ধর্ষণ করত। এটা তার একটা নেশায় পরিণত হয়েছিল। গতকাল কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে র্যাব-১০ এর অধিনায়ক মাহফুজুর রহমান বলেন, হোটেলে ওই নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ২২ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়। মামলা নম্বর- ৪২। গ্রেফতারকৃত সাগর গত ১৮ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে কক্সবাজার কলাতলী এলাকার ‘আমারী রিসোর্ট’-এর ১০৮ নম্বর রুম ভাড়া নেন এবং হোটেল কর্তৃপক্ষকে জানান যে পরদিন ২০ সেপ্টেম্বর তার স্ত্রী ঢাকা থেকে আসবেন, তখন তাকে অন্য একটি ডাবল রুম দিতে হবে। সে অনুযায়ী পরদিন ওই নারী সেই হোটেলে গেলে তারা ৪০৮ নম্বর রুমে ওঠেন। তবে পরদিন সকাল ১০টা পর্যন্ত ওই কক্ষে কোনো সাড়াশব্দ না পেয়ে মিস্ত্রি দিয়ে কক্ষের দরজা ভেঙে পুলিশের মাধ্যমে সেই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। গ্রেফতারের পর সাগর জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে নিহত নারীকে স্ত্রী পরিচয়ে ওই হোটেলে নিয়ে যায়। রুমে ভিকটিমকে ধর্ষণ করার এক পর্যায়ে তার সঙ্গে ভিকটিমের ধস্তাধস্তি শুরু হলে গলা টিপে ধরে পাশে থাকা গ্লাস দিয়ে দুই/তিনবার সজোরে মাথায় আঘাত করে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার গ্রামের বাড়ি চাঁদপুর। ফতুল্লায় ওয়েল্ডিং মেশিনে কাজ করত। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে নারীদের সঙ্গে পরিচিত হতো।
শিরোনাম
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
- বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
- শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
- শেবাচিমে নতুন কেবিন ব্লক ও ফোয়ারা উদ্বোধন
- জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ উপজেলা
- সিলেটের যেসব এলাকায় বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- সরাইলে ৭৩০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের পর হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর