কক্সবাজারের হোটেল আমারীতে নিহত নারীর খুনিকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বেলা পৌনে ১২টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার সহায়তায় সায়েদাবাদ বাসস্ট্যান্ড টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে মো. সাগর মিজি (২৪) নামের ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ভিকটিমের মোবাইলসহ মোট ৩টি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। র্যাব বলছে, গ্রেফতার সাগর দেশের বিভিন্ন এলাকার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের ব্ল্যাকমেল করে ধর্ষণ করত। এটা তার একটা নেশায় পরিণত হয়েছিল। গতকাল কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে র্যাব-১০ এর অধিনায়ক মাহফুজুর রহমান বলেন, হোটেলে ওই নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ২২ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়। মামলা নম্বর- ৪২। গ্রেফতারকৃত সাগর গত ১৮ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে কক্সবাজার কলাতলী এলাকার ‘আমারী রিসোর্ট’-এর ১০৮ নম্বর রুম ভাড়া নেন এবং হোটেল কর্তৃপক্ষকে জানান যে পরদিন ২০ সেপ্টেম্বর তার স্ত্রী ঢাকা থেকে আসবেন, তখন তাকে অন্য একটি ডাবল রুম দিতে হবে। সে অনুযায়ী পরদিন ওই নারী সেই হোটেলে গেলে তারা ৪০৮ নম্বর রুমে ওঠেন। তবে পরদিন সকাল ১০টা পর্যন্ত ওই কক্ষে কোনো সাড়াশব্দ না পেয়ে মিস্ত্রি দিয়ে কক্ষের দরজা ভেঙে পুলিশের মাধ্যমে সেই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। গ্রেফতারের পর সাগর জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে নিহত নারীকে স্ত্রী পরিচয়ে ওই হোটেলে নিয়ে যায়। রুমে ভিকটিমকে ধর্ষণ করার এক পর্যায়ে তার সঙ্গে ভিকটিমের ধস্তাধস্তি শুরু হলে গলা টিপে ধরে পাশে থাকা গ্লাস দিয়ে দুই/তিনবার সজোরে মাথায় আঘাত করে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার গ্রামের বাড়ি চাঁদপুর। ফতুল্লায় ওয়েল্ডিং মেশিনে কাজ করত। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে নারীদের সঙ্গে পরিচিত হতো।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের পর হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর