শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

এটি দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড

অ্যাডভোকেট আখতার কবির

এটি দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রাম জেলা সম্পাদক অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী বলেছেন, একটি নগরে মাত্র পাঁচ মাসের ব্যবধানে খাল-নালায় পড়ে যখন পাঁচজন মানুষের মৃত্যু হয় তখন তাকে দুর্ঘটনা বলা যায় না। আমি বলব এটি হত্যা। এ ঘটনায় হত্যা মামলাও দায়ের হতে পারে। বাংলাদেশ প্রতিদিনকে   দেওয়া সাক্ষাৎকারে আইনজীবী আখতার কবির চৌধুরী আরও বলেন, নাগরিকদের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রের পক্ষে সিটি করপোরেশন, সিডিএ, ফায়ার সার্ভিসসহ এ-জাতীয় সেবা সংস্থাগুলো নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব পালন করে। এখন এসব সংস্থার অবহেলায় দুর্ঘটনা ঘটছে। নগরের ড্রেন ও খালগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। লেভেল ক্রসিংগুলোয় মানুষ মরছে। কর্তৃপক্ষের বোধোদয় হচ্ছে না। উল্টো সেবা সংস্থাগুলো পরস্পরের প্রতি দোষারোপে ব্যস্ত। তিনি বলেন, কর দিলেও নাগরিকরা মৌলিক অধিকারটুকুও পাচ্ছেন না।

নালায় পড়ে একজন বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যুকে কোনো অর্থেই তুচ্ছ করার সুযোগ নেই। কারণ তার মধ্যেও লুক্কায়িত থাকতে পারে স্বপ্নময় আগামী।

সর্বশেষ খবর