শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ফের ৫০০ ছাড়াল শনাক্ত, ১২ দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৭৮ দিন পর আবারও এক দিনে ৫ শতাধিক করোনা রোগী শনাক্ত হলো দেশে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫০৯ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। সবশেষ ৫ শতাধিক রোগী শনাক্তের খবর এসেছিল গত ১৩ অক্টোবর। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে মৃত্যু হয়েছে সাতজনের, যা ১২ দিনের মধ্যে সর্বোচ্চ। এর চেয়ে বেশি আটজন মৃত্যুর খবর আসে গত ১৮ ডিসেম্বর। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৬৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ছিল ২.২৫ শতাংশ। গতকাল পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ৮৫ হাজার ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৪৮ হাজার ৮১১ জন। প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ৭০ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে চারজন ছিলেন পুরুষ ও তিনজন নারী।

সবার বয়স ছিল ৪১ থেকে ৮০ বছরের মধ্যে। এর মধ্যে ঢাকা বিভাগেই মৃত্যু হয়েছে পাঁচজনের। একজন করে মারা গেছেন চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে।

সর্বশেষ খবর