শুক্রবার, ১ জুলাই, ২০২২ ০০:০০ টা

বরিশালে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ডায়াগনস্টিক সেন্টারের মালিক কর্মচারী ও দালালের হামলায় নিহত সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপির সদস্য গিয়াসউদ্দিন বাবুল মোল্লার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। অভিযুক্তদের গ্রেফতারসহ কঠোর শাস্তির দাবিতে তিন দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। গতকাল বাদ জোহর নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিএনপি নেতা গিয়াস উদ্দিন বাবুল মোল্লার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদসহ অন্যরা। রোগীর সঙ্গে দালালের প্রতারণার প্রতিবাদ করায় বাবুল মোল্লাকে পিটিয়ে এবং অটোরিকশা চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে সমাবেশে অভিযোগ করেন তারা। পুলিশসহ কতিপয় ব্যক্তি সড়ক দুর্ঘটনায় বাবুল নিহত হয়েছে বলে অপপ্রচার চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দেওয়ার পাঁয়তারা করছে বলে দাবি করেন বক্তারা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়। এর আগে বাবুল মোল্লা হত্যার বিচারের দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার মানববন্ধন, অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে রবিবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান এবং সোমবার দলীয় কার্যালয়ে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ খবর