বগুড়ায় ধর্ষণের শিকার এক স্কুলছাত্রী অভিযুক্তকে পাক হায়েনার সঙ্গে তুলনা করে বিচার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছে। নিজহাতে লেখা চিঠি গত ৩ সেপ্টেম্বর ডাকযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। গতকাল ১০ লাইনের সেই চিঠির ফটোকপি গণমাধ্যমকর্মীদের কাছে আসে। চিঠিতে ধর্ষণের আলামত ধ্বংস করার অভিযোগ তুলেছে তৎকালীন ধনুট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে। অভিযুক্ত মুরাদুজ্জামান মকুল ধুনটের জালশুকা হাবিবর রহমান ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক ও শৈলমারী গ্রামের মতিউর রহমানের ছেলে। ওই স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় তিনি প্রায় চার মাস ধরে বগুড়া জেলা কারাগারে রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্মোধন করে লেখা চিঠিতে পিতার বয়সী অভিযুক্তকে পাক হায়েনার সঙ্গে তুলনা করেছেন স্কুলছাত্রী। চিঠিতে উল্লেখ করেছেন, গত রমজান মাসে মাসিক চলাকালে পা ধরে রক্ষা চাইলেও তাকে ছাড়েননি। অভিযুক্তকে নরপশুর সঙ্গে তুলনা করে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। বিচার না পেলে বাঁচবে না বলে চিঠিতে উল্লেখ করেছেন। মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত মুরাদুজ্জামান মকুল ধুনট পৌর এলাকার স্কুলছাত্রীর বাবার বাড়িতে ভাড়া থাকতেন। এ অবস্থায় মুরাদুজ্জামান মকুল ৩ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত কয়েক দফা ধর্ষণ ও ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারণ করেন। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে ১২ মে ধুনট থানায় মামলা করেন। পুলিশ ওই দিনই ধর্ষণের ভিডিও ধারণ করা দুটি মোবাইল ফোনসহ মুরাদুজ্জামানকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। ডাক্তারি পরীক্ষায় মেয়েটিকে ধর্ষণের আলামত মিলেছে। বর্তমানে মামলাটি তদন্ত করছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। স্কুলছাত্রীকে ধর্ষণ মামলাটি প্রথমে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা তদন্ত করেন। তার বিরুদ্ধে ধর্ষণের আলামত নষ্ট করার অভিযোগ তোলেন মামলার বাদী। পরে মামলাটি তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়।
শিরোনাম
- রোনালদোকে ছাড়াই আল নাসরের গোলের ইতিহাস
- মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে
- সারাদেশে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ
- প্রথম সফরে ট্রাম্প মধ্যপ্রাচ্যের ৩ দেশে গেলেও যাবেন না ইসরায়েল
- ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকিতে যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত-পাকিস্তান
- পাইলটের সাহস না থাকলে রাফাল যুদ্ধবিমান দিয়েও কিছু হবে না: পাকিস্তান
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাসিরনগরে দোয়া মাহফিল
- কুমিল্লায় সেবা মূল্য ৫ গুণ বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত
- ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো’ আগামী অক্টোবরে
- জামায়াতে ইসলামীর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
- গরমে ত্বকের যত্নে মুলতানি মাটি
- বিশ্বকে পথ দেখাল সশস্ত্র বাহিনী
- গরমে তালের শাঁস খাওয়া কেন উপকারী
- শেষ মার্কিন জিম্মিকে মুক্তি দিয়ে ট্রাম্পের প্রতি যে আহ্বান জানাল হামাস
- ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র
- ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা বাস্তবায়নই আমাদের লক্ষ্য : আলী রীয়াজ
- আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- লর্ডস ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা
- গ্রেফতার মমতাজ; এতদিন লুকিয়ে ছিলেন কোথায়?
- নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রাবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ
ধর্ষকের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর