বগুড়ায় ধর্ষণের শিকার এক স্কুলছাত্রী অভিযুক্তকে পাক হায়েনার সঙ্গে তুলনা করে বিচার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছে। নিজহাতে লেখা চিঠি গত ৩ সেপ্টেম্বর ডাকযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। গতকাল ১০ লাইনের সেই চিঠির ফটোকপি গণমাধ্যমকর্মীদের কাছে আসে। চিঠিতে ধর্ষণের আলামত ধ্বংস করার অভিযোগ তুলেছে তৎকালীন ধনুট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে। অভিযুক্ত মুরাদুজ্জামান মকুল ধুনটের জালশুকা হাবিবর রহমান ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক ও শৈলমারী গ্রামের মতিউর রহমানের ছেলে। ওই স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় তিনি প্রায় চার মাস ধরে বগুড়া জেলা কারাগারে রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্মোধন করে লেখা চিঠিতে পিতার বয়সী অভিযুক্তকে পাক হায়েনার সঙ্গে তুলনা করেছেন স্কুলছাত্রী। চিঠিতে উল্লেখ করেছেন, গত রমজান মাসে মাসিক চলাকালে পা ধরে রক্ষা চাইলেও তাকে ছাড়েননি। অভিযুক্তকে নরপশুর সঙ্গে তুলনা করে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। বিচার না পেলে বাঁচবে না বলে চিঠিতে উল্লেখ করেছেন। মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত মুরাদুজ্জামান মকুল ধুনট পৌর এলাকার স্কুলছাত্রীর বাবার বাড়িতে ভাড়া থাকতেন। এ অবস্থায় মুরাদুজ্জামান মকুল ৩ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত কয়েক দফা ধর্ষণ ও ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারণ করেন। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে ১২ মে ধুনট থানায় মামলা করেন। পুলিশ ওই দিনই ধর্ষণের ভিডিও ধারণ করা দুটি মোবাইল ফোনসহ মুরাদুজ্জামানকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। ডাক্তারি পরীক্ষায় মেয়েটিকে ধর্ষণের আলামত মিলেছে। বর্তমানে মামলাটি তদন্ত করছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। স্কুলছাত্রীকে ধর্ষণ মামলাটি প্রথমে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা তদন্ত করেন। তার বিরুদ্ধে ধর্ষণের আলামত নষ্ট করার অভিযোগ তোলেন মামলার বাদী। পরে মামলাটি তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়।
শিরোনাম
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
ধর্ষকের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর