বগুড়ায় ধর্ষণের শিকার এক স্কুলছাত্রী অভিযুক্তকে পাক হায়েনার সঙ্গে তুলনা করে বিচার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছে। নিজহাতে লেখা চিঠি গত ৩ সেপ্টেম্বর ডাকযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। গতকাল ১০ লাইনের সেই চিঠির ফটোকপি গণমাধ্যমকর্মীদের কাছে আসে। চিঠিতে ধর্ষণের আলামত ধ্বংস করার অভিযোগ তুলেছে তৎকালীন ধনুট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে। অভিযুক্ত মুরাদুজ্জামান মকুল ধুনটের জালশুকা হাবিবর রহমান ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক ও শৈলমারী গ্রামের মতিউর রহমানের ছেলে। ওই স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় তিনি প্রায় চার মাস ধরে বগুড়া জেলা কারাগারে রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্মোধন করে লেখা চিঠিতে পিতার বয়সী অভিযুক্তকে পাক হায়েনার সঙ্গে তুলনা করেছেন স্কুলছাত্রী। চিঠিতে উল্লেখ করেছেন, গত রমজান মাসে মাসিক চলাকালে পা ধরে রক্ষা চাইলেও তাকে ছাড়েননি। অভিযুক্তকে নরপশুর সঙ্গে তুলনা করে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। বিচার না পেলে বাঁচবে না বলে চিঠিতে উল্লেখ করেছেন। মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত মুরাদুজ্জামান মকুল ধুনট পৌর এলাকার স্কুলছাত্রীর বাবার বাড়িতে ভাড়া থাকতেন। এ অবস্থায় মুরাদুজ্জামান মকুল ৩ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত কয়েক দফা ধর্ষণ ও ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারণ করেন। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে ১২ মে ধুনট থানায় মামলা করেন। পুলিশ ওই দিনই ধর্ষণের ভিডিও ধারণ করা দুটি মোবাইল ফোনসহ মুরাদুজ্জামানকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। ডাক্তারি পরীক্ষায় মেয়েটিকে ধর্ষণের আলামত মিলেছে। বর্তমানে মামলাটি তদন্ত করছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। স্কুলছাত্রীকে ধর্ষণ মামলাটি প্রথমে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা তদন্ত করেন। তার বিরুদ্ধে ধর্ষণের আলামত নষ্ট করার অভিযোগ তোলেন মামলার বাদী। পরে মামলাটি তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়।
শিরোনাম
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
- বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
- শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
- শেবাচিমে নতুন কেবিন ব্লক ও ফোয়ারা উদ্বোধন
- জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ উপজেলা
- সিলেটের যেসব এলাকায় বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- সরাইলে ৭৩০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
- লাকসামে বিদ্যালয়ের জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
ধর্ষকের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর