সীমান্ত এলাকা থেকে ব্রিটিশ শাসনামলের ম্যাগনেটিক পিলার খুঁজে বের করতে পারলে বিক্রি করা যাবে শত কোটি টাকায়। এমন গল্প শুনিয়ে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রণকেলী দীঘিরপাড় গ্রামের শেখ সালেহ আহমদের ছেলে আলী হোসেনের সঙ্গে সম্পর্ক গড়ে একটি প্রতারক চক্র। এ বিষয়ে আলী হোসেনের আগ্রহ তৈরি হলে চক্রটি তাকে ম্যাগনেটিক পিলারের নমুনা হিসেবে প্লাস্টিকের একটি বস্তু দেয়। নমুনা পেয়ে ম্যাগনেটিক পিলারের খোঁজে নামেন আলী হোসেন। এরই মাঝে তার এক আত্মীয় নদীতে মাছ ধরতে গিয়ে একটি ধাতব বস্তু খুঁজে পায়, যা দেখতে ওই প্রতারক চক্রের দেওয়া বস্তুর মতোই। আলী হোসেন শত কোটি টাকার লোভে ওই বস্তুটি কিছু টাকা দিয়ে নিজের কাছে নিয়ে নেন। ম্যাগনেটিক পিলার ভেবে আলী হোসেন সেটি খুবই যত্নের সঙ্গে আগলে রাখেন। তবে ওই বস্তুটি ম্যাগনেটিক পিলার ছিল না, ছিল বিধ্বংসী রকেট লঞ্চার। ঘরে বিধ্বংসী রকেট লঞ্চার রাখার অভিযোগে সম্প্রতি র্যাব গ্রেফতার করে আলী হোসেনকে। এরপর থেকে কারাগারে দিন কাটছে তার। সিলেট জেলা প্রেস ক্লাবে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে আলী হোসেনের স্ত্রী রেহানা বেগম এমন দাবি করেন। সংবাদ সম্মেলনে রেহানা বেগম দাবি করেন, তার স্বামী নিরপরাধ। ম্যাগনেটিক পিলার সম্পর্কে তার স্বামীর কোনো ধারণাই ছিল না। রকেট লঞ্চার পাওয়ার পর ঘরে থাকা নমুনার সঙ্গে মিলে যাওয়ায় তিনি ওটাকে ম্যাগনেটিক পিলারই ভেবেছিলেন। এর মধ্যে একদিন দুজন লোক এসে এর দরদামও করে। বিস্ফোরক জানলে তারা নিজেদের বসবাসের ঘরে কখনই এটা রাখতেন না। রেহানা বেগম বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম তার স্বামী আলী হোসেন কারাগারে থাকায় শ্বশুরের চিকিৎসা, সন্তানদের পড়ালেখা কোনো কিছুই চালানো সম্ভব হচ্ছে না। তিনি সঠিক তদন্তের মাধ্যমে আলী হোসেনের মুক্তির ব্যবস্থার জন্য সংশ্লিষ্টদের পাশাপাশি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
শিরোনাম
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
বোকামির মাশুল কারাবাস
ম্যাগনেটিক পিলার ভেবে ঘরে রকেট লঞ্চার
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর