বুধবার, ২৪ মে, ২০২৩ ০০:০০ টা

হজযাত্রী ভোগান্তি আট এজেন্সিকে শোকজ

নিজস্ব প্রতিবেদক

হজযাত্রীদের নানা রকমের বিড়ম্বনা ও ভোগান্তিতে ফেলার অভিযোগে আট হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটটি মক্কায় পৌঁছায় গত ২১ মে। জানা যায়, ওই ফ্লাইটে থাকা হজযাত্রীদের ভিসা? আবেদনের সময় এই ৮টি হজ এজেন্সি যেসব হোটেলের ঠিকানা দিয়েছিল তাদের সেখানে রাখা হয়নি। এ ছাড়া হজযাত্রীদের সঙ্গে কোনো গাইডও দেওয়া হয়নি। ফলে হজযাত্রীরা তাদের জন্য নির্ধারিত হোটেল খুঁজে পেতে সমস্যায় পড়েন। ভিসা অনুসারে হোটেল না হওয়ায় তাদের লাগেজ হোটেলে পৌঁছাতেও সমস্যা হয়। পরে হজ মিশনের চেষ্টায় বিষয়টি সমাধান হলেও এটি বিব্রতকর অবস্থার সৃষ্টি করে। জানা গেছে, হজযাত্রীদের নানা? রকম বিড়ম্বনার শিকার হওয়ার অভিযোগ আমলে নিয়েই আট হজ এজেন্সিকে শোকজ নোটিস দেওয়া হয়। আগামী তিন দিনের মধ্যে ওই এজেন্সিগুলোকে জবাব দিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর