কুষ্টিয়ার কুমারখালীতে ফুটবল খেলা দেখতে গিয়ে দুই মাদরাসাছাত্র পাঁচ দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন দুই অভিভাবক। গত শুক্রবার বিকালে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা দেখতে গিয়ে তারা আর মাদরাসায় ফেরেনি। নিখোঁজ ছাত্ররা হলো কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের ভ্যানচালক আলম শেখের ছেলে মো. সাব্বির শেখ (১৩) ও বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামের রাজমিস্ত্রি শিপন আলীর ছেলে মো. সামিউল ইসলাম। তারা চৌরঙ্গী নূরানী হাফেজিয়া ও ক্যাডেট স্কিম মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। পুলিশ ও মাদরাসা সূত্রে জানা যায়, শুক্রবার মাদরাসা থেকে প্রায় ৩০০ মিটার দূরে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে গিয়েছিল মাদরাসার কিছু ছাত্ররা। সবাই ফিরে এলেও সাব্বির ও সামিউল নামের দুই ছাত্র আর ফেরেনি। পরে মাদরাসা কর্তৃপক্ষ নিখোঁজ ছাত্রদের পরিবারকে জানায়। এরপর মাদরাসা কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেন। এর পরেও তাদের না পেয়ে মঙ্গলবার রাতে থানায় জিডি করেছেন। এ বিষয়ে ছাত্রদের বাবা আলম ও শিপন বলেন, শুক্রবার সন্ধ্যায় মাদরাসার হুজুর তাদের ফোন করে জানায় বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর তারা আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। তবুও পাঁচ দিনেও খোঁজ মেলেনি। মাদরাসার শিক্ষক মাওলানা মো. শরিফুল ইসলাম বলেন, শুক্রবার বিকালে মাঠে খেলা দেখতে গিয়ে দুজন আর ফিরে আসেনি। তাৎক্ষণিক তিনি অভিভাবক ও মাদরাসার পরিচালনা কমিটিকে বিষয়টি জানান। পরে সবাই মিলে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম বলেন, পুলিশ তাদের উদ্ধারে কাজ করছে।
শিরোনাম
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
দুই মাদরাসাছাত্র পাঁচ দিন নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর