কুষ্টিয়ার কুমারখালীতে ফুটবল খেলা দেখতে গিয়ে দুই মাদরাসাছাত্র পাঁচ দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন দুই অভিভাবক। গত শুক্রবার বিকালে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা দেখতে গিয়ে তারা আর মাদরাসায় ফেরেনি। নিখোঁজ ছাত্ররা হলো কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের ভ্যানচালক আলম শেখের ছেলে মো. সাব্বির শেখ (১৩) ও বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামের রাজমিস্ত্রি শিপন আলীর ছেলে মো. সামিউল ইসলাম। তারা চৌরঙ্গী নূরানী হাফেজিয়া ও ক্যাডেট স্কিম মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। পুলিশ ও মাদরাসা সূত্রে জানা যায়, শুক্রবার মাদরাসা থেকে প্রায় ৩০০ মিটার দূরে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে গিয়েছিল মাদরাসার কিছু ছাত্ররা। সবাই ফিরে এলেও সাব্বির ও সামিউল নামের দুই ছাত্র আর ফেরেনি। পরে মাদরাসা কর্তৃপক্ষ নিখোঁজ ছাত্রদের পরিবারকে জানায়। এরপর মাদরাসা কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেন। এর পরেও তাদের না পেয়ে মঙ্গলবার রাতে থানায় জিডি করেছেন। এ বিষয়ে ছাত্রদের বাবা আলম ও শিপন বলেন, শুক্রবার সন্ধ্যায় মাদরাসার হুজুর তাদের ফোন করে জানায় বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর তারা আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। তবুও পাঁচ দিনেও খোঁজ মেলেনি। মাদরাসার শিক্ষক মাওলানা মো. শরিফুল ইসলাম বলেন, শুক্রবার বিকালে মাঠে খেলা দেখতে গিয়ে দুজন আর ফিরে আসেনি। তাৎক্ষণিক তিনি অভিভাবক ও মাদরাসার পরিচালনা কমিটিকে বিষয়টি জানান। পরে সবাই মিলে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম বলেন, পুলিশ তাদের উদ্ধারে কাজ করছে।
শিরোনাম
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
দুই মাদরাসাছাত্র পাঁচ দিন নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর