রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে দক্ষিণ এশিয়ান বাণিজ্য মেলা, এশিয়ান পর্যটন মেলা এবং সিকিউরিটি অ্যান্ড সেফটি প্রদর্শনী। মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে ছাড়ের ছড়াছড়ি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৫ শতাংশ ছাড়ের শেষ দিন আজ।
গতকাল ছুটির দিনে মেলায় ক্রেতা-দর্শনার্থী ছিল প্রায় দ্বিগুণ। প্রতিটি স্টলে ছিল উপচে পড়া ভিড়। দর্শনার্থীদের নানান প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত সময় পার করেন স্টলের সংশ্লিষ্টরা। একই ছাদের নিচে দেশিবিদেশি গন্তব্যের তথ্য নেন আগ্রহীরা। দক্ষিণ এশিয়ান বাণিজ্য মেলায় কেনাবেচা হয় বিভিন্ন পণ্য। রামপুরা থেকে আসা ইব্রাহিম খলিল বলেন, জিনিসপত্র কিনতে বাণিজ্য মেলায় এসেছি। পর্যটন মেলা থেকে বিভিন্ন দেশে ট্যুর প্যাকেজ সম্পর্কে জেনেছি। বিমানের টিকিটেও ছাড় পাওয়া যাচ্ছে।
আইসিসিবির পুষ্পগুচ্ছ ও পুষ্পাঞ্জলি হলে চলছে এশিয়ান ট্যুরিজম মেলা। সেখানে ১৮০টি স্টলে দেশিবিদেশি পর্যটন ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং বিদেশি দূতাবাস ও মিশন অংশ নেয়। মেলা উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫ শতাংশ ছাড় ঘোষণা করে। অনলাইন এবং অফলাইনে এ ছাড় চলবে। মেলায় প্রতিদিন এন্ট্রি টিকিটের র?্যাফেল ড্রয়ে থাকছে বিমানের সৌজন্যে টিকিট গিফট ভাউচার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মার্কেটিং ও সেলসের (ভারপ্রাপ্ত) ডেপুটি জেনারেল ম্যানেজার এস কে মোস্তাফিজুর রহমান বলেন, তিন দিনব্যাপী ম্যানচেস্টার, কাঠমান্ডু, সিঙ্গাপুর, গুয়াংজু, ব্যাংকক, কলকাতা, চেন্নাই ও দিল্লি রুটে ১৫ শতাংশ ছাড় চলছে।
আইসিসিবির গুলনকশা হলে সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে দক্ষিণ এশিয়ান বাণিজ্য মেলায় তৈরি পোশাক ও বস্ত্র, জেমস ও জুয়েলারি, কসমেটিকস, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেনওয়্যার, প্রক্রিয়াজাত খাদ্য, ইলেকট্রনিক্সসহ বিচিত্র পণ্যের প্রদর্শন ও বিক্রি চলছে। সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়োজক। মেলায় পণ্য প্রদর্শনীর পাশাপাশি বিজনেস নেটওয়ার্কিং, বিটুবি সেশনসহ বিষয়ভিত্তিক বিভিন্ন সেশন এবং আলোচনায় যোগদানের সুযোগ পাচ্ছেন অংশগ্রহণকারীরা। এক্সক্লুসিভ ক্যান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসির বলেন, মেলায় আসা বিভিন্ন দেশের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে আমাদের পণ্যের পরিচয় করিয়ে দিতে অংশগ্রহণ করেছি। এ ছাড়া নবরাত্রি হলে চলছে সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো। দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী, আমদানিকারক, সফটওয়্যার ও সাইবার নিরাপত্তা খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে আন্তর্জাতিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়তেই এ আয়োজন।