১. বৃষ্টির পানিতে ভিটামিন বি১২ রয়েছে।
২. ভিটামিন বি১২ স্তন, কোলন, ফুসফুস ও প্রোস্টেট ক্যান্সারের মতো মারণ ব্যাধি প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে।
৩. আনারসের জুস কফ/কাশির সিরাপের চেয়ে ৫ গুণ বেশি কার্যকরী। একই সঙ্গে এটা ঠাণ্ডা ও ফ্লু প্রতিরোধ করে।
৪. গাজরে কোনও ধরনের ফ্যাট/চর্বি নেই।
৫. শসার ৯৬ শতাংশই পানি।
৬. ধুমপানের কারণে ফুসফুসের ক্ষতি প্রতিরোধ করে ব্ল্যাক টি (গাঢ় কালো চা)।
৭. খাবারের পর লবঙ্গ চুষে খেলে অম্লতা বা গ্যাসের সমস্যা কমাতে সহায়তা করে।
৮. এক পাউন্ড মধু তৈরি করতে একটি মৌমাছিকে ২০ লাখ ফুলে গমন করতে হয়।
৯. মাত্র এক ঘণ্টা হেডফোন ব্যবহার করলে কানে ব্যাকটেরিয়া সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায় ৭০০ গুণ।
১০. একটি ডিমে কেবল ভিটামিন সি ব্যতীত অন্য সব ভিটামিন রয়েছে।
১১. মানুষের মস্তিষ্ক একটি ১০ ওয়াট লাইটের সমান বিদ্যুৎ ব্যবহার করে।
১২. পড়ার সময় চকলেট খাওয়া মস্তিষ্ককে নতুন তথ্য ধারণ করে রাখতে সহায়তা করে।
১৩. পেটের ভেতরের অম্লতা (অ্যাসিডিটি) রেজরের মতো মেটালও গলে ফেলতে সক্ষম।
১৪. যখন কাশি দিতে দিতে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন তখন আপনার হাতকে মাথার ওপরে তুলুন, ধীরে ধীরে কাশি বন্ধ হয়ে যাবে।
১৫. মানুষের শরীরে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তা দিয়ে ৩০ মিনিটে অনায়াসে দেড় লিটার পানি ফুটানো সম্ভব।
বিডি প্রতিদিন/কালাম