ক্রেতাদের কেনাকাটার উপর আগস্ট মাসজুড়ে দারুণ সব অফার এবং ছাড় দিচ্ছে দেশের অন্যতম প্রধান ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং। ‘আগস্ট ডিলস’ এর আওতায় আড়ংয়ের সব আউটলেট ও আড়ং ডটকম (aarong.com) এ সুবিধা পাওয়া যাবে। ক্রেতারা আগামী ২৯ আগস্ট পর্যন্ত এ অফার উপভোগ করতে পারবেন।
প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আড়ং জানায়, অ্যাপারেল, হোম ডেকর এবং অ্যাক্সেসরিজসহ আরও নানা ক্যাটাগরিতে ১০,০০০ টাকার পণ্য কিনে ১০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। একই সাথে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটা করে বাচ্চাদের অ্যাপারেলের উপর ৫০০ টাকা ছাড়; হোম টেক্সটাইল, ডেকর এবং লেদার পণ্যের উপর ৩০০ টাকা ছাড় এবং তাগা অথবা তাগা ম্যান ব্র্যান্ডের অ্যাপারেল ও অ্যাক্সেসরিজ উপর ৫০০ টাকা ছাড়সহ দারুণ সব অফার রয়েছে।
আড়ংয়ের ‘আগস্ট ডিলস’ অফার সম্পর্কে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট আড়ং ডটকম (aarong.com) এ ভিজিট করুন।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে নিরাপদ পরিবেশে কেনাকাটা করতে আড়ং ডটকমে শপিং টাইমস্লট বুকিং করে যেকোনো আড়ং আউটলেটে ভিজিট করতে পারবেন ক্রেতারা।
বিডি প্রতিদিন/আরাফাত