ক্যানসার রোগীদের সুচিকিৎসায় এগিয়ে এলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর অদূরে পীরগাছার নব্দীগঞ্জে নিজের একমাত্র ছেলে মরহুম অপু মুনশি ফাউন্ডেশন চ্যারিটেবল ক্যানসার হাসপাতালের জন্য নিজস্ব অর্থায়নে জমি অধিগ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
৩ একর জমির ওপর প্রতিষ্ঠিত হবে এই হাসপাতাল। নিজস্ব অর্থায়নে এই হাসপাতাল স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রংপুর-৪ (কাউনিয়া- পীরগাছা) আসনের সংসদ সদস্য। ক্যানসার হাসপাতালটি স্থাপিত হলে রংপুরসহ উত্তরাঞ্চলের মানুষ সুচিকিৎসা পাবেন।
এদিকে, আজ সারাদিন বাণিজ্যমন্ত্রী ব্যস্ত সময় কাটিয়েছেন নিজ এলাকার দুস্থ-অসহায় মানুষদের সাথে। তিনি কাউনিয়া উপজেলার কুর্শা, শহীদবাগ, বালাপাড়া, টেপা মধুপুর, হারাগাছ ও সারাই ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে শাড়ি-পাঞ্জাবিসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন এবং তাদের সাথে সময় কাটান। এছাড়া তিনি হারাগাছ পৌর এলাকাতে দুস্থদের উপহার প্রদান করেন।
এসময় বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে বলেন, আপনার প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ থেকে দেশের জনগণের সেবা করতে পারেন। তিনি আরো বলেন, আজ আমি বক্তৃতা দিতে আসিনি। আপনাদের খোঁজ-খবর নিতে এসেছি। আপনাদের পাশে সব সময় থাকতে চাই।
এসময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ও জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রনি প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই